Astrological Tips

ছেঁড়া মানিব্যাগ কখনও ফেলে দিতে নেই, কিন্তু নিজের কাছে রাখবেন কী ভাবে?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ছেঁড়া মানিব্যাগ নিজের কাছেই রেখে দেওয়ার কথা বলা হচ্ছে। তবে রাখতে হবে বিশেষ কিছু নিয়ম মেনে।

Advertisement

শ্রীমতী অপালা

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ১৭:২৬
Share:

ছেঁড়া মানিব্যাগ নিজের কাছেই রেখে দেন? প্রতীকী ছবি।

মানিব্যাগ নিয়ে নানা তথ্য দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে। মানিব্যাগে কী রাখলে অর্থ বেশি পরিমাণে আসবে বা মানিব্যাগে কি রাখতে নেই, নানা কথা বলা হয়েছে। তবে ছেঁড়া বা ভাঙা জিনিস যতটা সম্ভব ফেলে দেওয়ার পরামর্শ দেওয়া হয়, কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ছেঁড়া মানিব্যাগ নিজের কাছেই রেখে দেওয়ার কথা বলা হচ্ছে। তবে রাখতে হবে বিশেষ কিছু নিয়ম মেনে।

Advertisement

নিয়ম-

১) ছেঁড়া মানিব্যাগ যেটা হয়তো খুবই শুভ, তা না ফেলে দিয়ে লকারের এক পাশে রেখে দেওয়া যায়। কিন্তু সেই পুরনো মানিব্যাগ কখনও খালি রাখতে নেই। মানিব্যাগের মধ্যে কিছুটা চাল বা একটা কয়েন রেখে দেওয়া খুব শুভ।

Advertisement

২) পুরনো মানিব্যাগের সব জিনিস নতুন ব্যাগে রেখে, তার পর ছেঁড়া মানিব্যাগটাকে লাল শালু কাপড়ে মুড়ে লকারে রেখে দিন।

৩) পুরনো মানিব্যাগে কয়েক দানা চাল রেখে দিন, তার পর সেই চাল নতুন ব্যাগে রাখুন। এর ফলে পুরনো মানিব্যাগের পজিটিভ শক্তি নতুন মানিব্যাগে সব সময়ে থাকবে।

৪) ছেঁড়া ব্যাগ নিজের কাছে রাখার আগে ব্যাগটা ভাল করে সারিয়ে নিন এবং সেই ব্যাগে একটা রুমাল রেখে দিন।

৫) ছেঁড়া মানিব্যাগ কখনও ডাস্টবিন বা নোংরা জায়গায় ফেলতে নেই।

৬) মানিব্যাগে কোনও ধারালো জিনিস রাখতে নেই।

৭) নিজের মানিব্যাগ কোনও অবস্থাতেই অন্য কাউকে ব্যবহার করতে দিতে নেই।

৮) ঋণের দেওয়া বা নেওয়া টাকা কখনও মানিব্যাগে রাখতে নেই।

৯) মানিব্যাগে নোট এবং কয়েন আলাদা আলাদা রাখতে হয়। একসঙ্গে রাখতে নেই।

১০) মানিব্যাগে কখনও টাকা মুড়ে রাখতে নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement