Astrological Tips

গ্রহের প্রভাব অনুযায়ী কোন কাজ কোন বারে শুরু করা উচিত? কী বলে জ্যোতিষশাস্ত্র?

বার মেনে যদি কাজ শুরু করতে পারি, তবে সাফল্যের সম্ভাবনা বাড়ে। কারণ প্রত্যেক বারে এক এক গ্রহ অধিপতিত্ব করেন। সেই অনুযায়ী সাফল্যও মেলে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২২ ১১:৩১
Share:

প্রত্যেক বারে এক এক গ্রহ অধিপতিত্ব করেন। সেই অনুযায়ী সাফল্যও প্রাপ্তি হয়।   প্রতীকী ছবি।

আমরা যে কোনও কাজ শুরু করি সাফল্য প্রাপ্তির উদ্দেশ্যে। অর্থাৎ, যে কাজ শুরু করি, ওই কাজে যেন সাফল্য আসে এই কামনায়। কিন্তু সর্ব ক্ষেত্রে উদ্দেশ্য সফল হয় না। কারণ সাফল্যের জন্য পূর্ণ প্রচেষ্টা ছাড়াও কিছু বিষয়ে লক্ষ্য রাখা প্রয়োজন। যেমন সঠিক দিনক্ষণ (বার, তিথি, মুহূর্ত ইত্যাদি)। মুহূর্তের হিসাব জটিল অনেক কিছু হিসাব করতে হয় কিন্তু বারের হিসাব আমরা সকলেই জানি। বার মেনে, বার অনুযায়ী (যে বারে যে কাজ শুরু শুভ) যদি কাজ শুরু করতে পারি, তবে কাজে সাফল্যের সম্ভাবনা বাড়ে। কারণ প্রত্যেক বারে এক এক গ্রহ অধিপতিত্ব করেন। সেই অনুযায়ী সাফল্যও প্রাপ্তি হয়।

Advertisement

কোন বার কোন কাজ শুরুর পক্ষে শুভ?

রবিবারের অধিপতি গ্রহ রবি। রবি গ্রহের অধিপতিত্ব যে

Advertisement

বিষয়ে সে সব ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি হয়। এ ছাড়াও সাহসী কোন কার্য শুরুর ক্ষেত্রে শুভ, নৃত্য, অভিনয় ইত্যাদি শিক্ষা শুরুর ক্ষেত্রে শুভ। গহনা ক্রয়ের পক্ষে শুভ। পোশাক ক্রয়ের ক্ষেত্রে, বিশেষত চামড়া নির্মিত কোন পোশাক কেনার ক্ষেত্রে শুভ।

সোমবারের অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র গ্রহের অধিপতিত্ব যে বিষয়ে সে সব ক্ষেত্রে সাফল্য প্রাপ্তি হয়, সঙ্গীত, নৃত্য ইত্যাদি কলা শিক্ষা শুরু করার ক্ষেত্রে শুভ। ভ্রমণ বিশেষত জলপথে বা সমুদ্রে ভ্রমণ, নতুন ব্যবসা শুরু, কুয়া খনন শুরু করার ক্ষেত্রে শুভ।

মঙ্গলবারের অধিপতি গ্রহ মঙ্গল। বিদ্যুৎ, রাসায়নিক, অস্ত্র ইত্যাদির উপর মঙ্গলের প্রভাব। বৈদ্যুতিক বা অগ্নি সংক্রান্ত কোনও কাজ শুরুর ক্ষেত্রে শুভ। অস্ত্রপ্রচারের ক্ষেত্রে শুভ। রাসায়নিক দ্রব্য সংক্রান্ত বা রাসায়নিক দ্রব্য সহযোগে কোন কাজ করলে, আগ্নেয় অস্ত্র সংক্রান্ত কার্য করার ক্ষেত্রে শুভ।

বুধবারের অধিপতি গ্রহ বুধ। বিদ্যা শিক্ষা, ইলেকট্রনিক্স, যোগাযোগ ইত্যাদির উপর বুধের প্রভাব। বিদ্যাশিক্ষা শুরুর আদর্শ বার। ইলেকট্রনিক্স দ্রব্য কেনা বা ইলেকট্রনিক্স দ্রব্য সংক্রান্ত কোন কাজ। চুক্তি সম্পাদন, নতুন ব্যবসা শুরু করা, ঋণ গ্রহণ করার ক্ষেত্রে শুভ। যোগাযোগ সংক্রান্ত কোনও ব্যবসা শুরুর ক্ষেত্রে শুভ।

বৃহস্পতিবারের অধিপতি গ্রহ বৃহস্পতি। বিদ্যা, ধর্মশিক্ষা, ইত্যাদির উপর বৃহস্পতির প্রভাব। বৃহস্পতি শুভ গ্রহ, যে কোনও শুভ কর্মের পক্ষে শুভ বার। এ ছাড়া ধর্মীয়, সামাজিক কাজ শুরুর ক্ষেত্রে আদর্শ বার। ধর্মীয় স্থান ভ্রমণ। যে কোন শুভ কাজ গৃহ প্রবেশ, গৃহ আরম্ভ, বিদ্যা আরম্ভর ক্ষেত্রে আদর্শ বার। যে কোনও ভ্রমণ শুরুর ক্ষেত্রেও শুভ।

শুক্রবারের অধিপতি গ্রহ শুক্র। শিল্পকর্ম, প্রসাধন, বিলাসের উপর শুক্রের প্রভাব। সূক্ষ্ম শিল্পকর্ম। সঙ্গীত, যন্ত্র সঙ্গীত (বিশেষত তাল যন্ত্র) প্রসাধন, গহনা, যানবাহন ক্রয়। ভ্রমণ শুরুর শুভ বার।

শনিবারের অধিপতি গ্রহ শনি। লৌহ, তৈল, কৃষিকাজের উপর প্রভাব শনির। শিল্পস্থান (বিশেষত ভারী যন্ত্র নিয়ে যেখানে কাজ)। শ্রমিক নিয়োগের পক্ষে শুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement