প্রতীকী চিত্র।
জীবনে চলার পথে আমরা নানা সম্পর্কের মধ্যে দিয়ে যাই। কোনও সম্পর্ক আমাদের খুব নিকট হয়, আবার কোনওটি একটু দূরের হয়। রাশি অনুযায়ী কিছু সম্পর্ক রয়েছে যেগুলির কাছ থেকে বিশেষ ভাবে লাভবান হওয়া যায়।
মেষ– এই রাশির জাতকেরা তাঁদের পিতামহ-পিতামহীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, তাঁরাই আপনাকে অনেক কাজে সাহায্য করবেন।
বৃষ– এই রাশির জাতকেরা নিজের ভাই-বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। বার্ধক্যের কালেও এঁরা সাহায্যের হাত সরিয়ে নেবেন না।
মিথুন– এই রাশির মানুষরা নিজের প্রতিবেশীর সঙ্গে ব্যবহার ভাল রাখুন। বহু সহায়তা এঁদের কাছ থেকে পাবেন।
কর্কট– মা-বাবার সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখুন, কারণ সব সময়ে আপনি মা-বাবাকেই নিজের পাশে পাবেন।
সিংহ– সিংহ রাশির জীবনে স্বামী বা স্ত্রীর ভূমিকা অপরিসীম। এঁরা একে অপরের জন্য শান্তিদায়ক বলে প্রমাণিত হয়।
কন্যা– সহকর্মী বা ব্যবসা সম্পর্কিত মানুষদের সঙ্গে সদ্ভাব বজায় রাখতে পারলে জীবনে ভীষণ লাভবান হবেন।
তুলা– তুলা রাশির জাতকেরা নিজের ঠাকুমা বা ঠাকুরদা দু'জনের মধ্যে যে কোনও এক জনের সঙ্গে সম্পর্ক ভাল রাখুন।
বৃশ্চিক– এই রাশির জাতকেরা নিজের মায়ের সঙ্গে সুসম্পর্ক রাখুন, জীবনে যে কোনও কঠিন পরিস্থিতিতে মাকে সর্বদা নিজের পাশে পাবেন।
ধনু– ধনু রাশির জাতকের জন্য বাবা সৌভাগ্য নিয়ে আসেন। বাবার থেকে সব রকম সাহায্য এঁরা পেয়ে থাকেন।
মকর– মকর রাশির জাতকেরা নিজের মামার বাড়ির মানুষদের সঙ্গে সম্পর্ক ভাল রাখার চেষ্টা করুন। তাঁদের থেকে সাহায্য পাওয়ার আশা রাখতে পারেন।
কুম্ভ– এই রাশির জাতকরা বন্ধুর সঙ্গে ভাল ব্যবহার বজায় রাখুন। দুঃসময়ে বন্ধুরাই আপনার কাজে আসবেন।
মীন– মীন রাশির মানুষরা শাশুড়ি মায়ের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখুন। এর ফলে জীবনে ভীষণ ভাবে লাভবান হবেন।