Beautiful Wife

কোন রাশির ছেলেদের স্ত্রী সুন্দরী হয়? আপনি কি সেই রাশির জাতক?

অনেকেই চান তাঁদের সঙ্গী সুন্দরী হোন। সে ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ আছে, যার জাতকদের স্ত্রী খুব সুন্দরী হন।

Advertisement

শ্রীমতি অপালা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:৪৭
Share:

আপনার ভাগ্যেও থাকতে পারে সুন্দরী স্ত্রী। ছবি: সংগৃহীত।

অনেকেই তাঁদের সঙ্গী বাছার ক্ষেত্রে সুন্দরী কাউকে খোঁজেন। কিন্তু মানুষের রূপ ভগবানের দান, সুন্দর দেখতে হওয়া না হওয়ার উপর মানুষের নিজের কোনও হাত নেই। বিয়ের ক্ষেত্রে অনেক সময়েই মেয়েদের রূপ নিয়ে নানা বিচার-বিশ্লেষণ করা হয়। অনেকেই চান তাঁদের ছেলের বৌ একটু সুন্দর হোন। তবে মেয়েদের সৌন্দর্য প্রকাশ পায় তাঁদের মনের উপর। কথায় বলে, যে মেয়ের মন ভাল তাঁর সৌন্দর্য তত বেশি। যদি মন ভাল হয়, তবে স্বচ্ছতা তাঁর সৌন্দর্যে প্রকাশ পায়। তবুও কমবেশি সকলেই চান যে তাঁর স্ত্রী সুন্দর হোন। সে ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে এমন কিছু রাশির উল্লেখ আছে, যার জাতকদের স্ত্রী খুব সুন্দরী হন। কারণ এই বিষয়টি পুরোটাই গ্রহগত ব্যাপার। সুন্দরী স্ত্রী লাভ করতে গেলে আগে জানা দরকার আপনার রাশির অধিপতি কোন গ্রহ।

Advertisement

এ বার দেখে নেওয়া যাক কোন কোন রাশির পুরুষদের স্ত্রী সুন্দর হয়—

বুধ, চন্দ্র, বৃহস্পতি আর শুক্র এই চারটি গ্রহ যে যে রাশির অধিপতি, তাঁদের স্ত্রীরা সাধারণত সুন্দর হয়।

Advertisement

ধনু ও মীন (বৃহস্পতি)

বৃহস্পতি ধনু ও মীন রাশির অধিপতি গ্রহ। যে পুরুষরা এই দুই রাশির অধিকারী হন, তাঁদের স্ত্রী সুন্দর হয়।

কর্কট (চন্দ্র)

চন্দ্র কর্কট রাশির অধিপতি গ্রহ। চন্দ্রের প্রভাবগত কারণে এই রাশির পুরুষদের স্ত্রী দেখতে সুন্দর হয়।

মিথুন ও কন্যা (বুধ)

বুধ মিথুন ও কন্যা রাশির অধিপতি গ্রহ। যে পুরুষরা এই দুই রাশির অধিকারী হন, তাঁদের স্ত্রী সুন্দরী হন।

বৃষ ও তুলা (শুক্র)

শুক্র বৃষ ও তুলা রাশির অধিপতি গ্রহ। যে পুরুষরা এই দুই রাশির অধিকারী হন, তাঁদের স্ত্রী সুন্দর হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement