Loyal wives’ zodiac signs

কঠিন পরিস্থিতিতেও কোন রাশির মেয়েরা স্বামী এবং শ্বশুরবাড়ির পাশে দাঁড়াবে?

ভাল পরিস্থিতিতে সকলেই পাশে থাকেন। কিন্তু কঠিন পরিস্থিতিতে অনেকেই পিছিয়ে যান। আপনার ভাগ্যে কেমন বৌ জুটবে, বলে দিতে পারে জ্যোতিষশাস্ত্র।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৩ ১৫:৫৬
Share:

যে কোনও পরিস্থিতিতে কোন রাশির মেয়েরা শ্বশুরবাড়ির ও স্বামীর পাশে থাকেন? প্রতীকী ছবি।

জ্যোতিষ শাস্ত্র মতে, আমাদের ১২টি রাশির মধ্যে কিছু রাশির মেয়েরা রয়েছেন, যাঁরা তাঁদের স্বভাবের জন্য সকলের মন জয় করতে পারেন। এঁরা যেখানেই থাকেন, সেখানকার পরিবেশ আনন্দে ভরিয়ে রাখেন। এমনতি, এঁরা শ্বশুরবাড়ির মানুষের মন এবং স্বামীর মন জয় করতেও খুব পটু হন। শ্বশুরবাড়িতে এঁদের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। এ ছাড়া, যে কোনও পরিস্থিতিতে শ্বশুরবাড়ির ও স্বামীর পাশে থাকেন এই রাশির মেয়েরা। এমন জীবনসঙ্গী পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার।

Advertisement

কোন কোন রাশির মেয়েরা এরকম স্বভাবের হয়

মেষ

Advertisement

মেষ রাশির মেয়েরা সাধারণত কারও অধীনে চলতে পছন্দ করেন না। তবে সকলের মন জুগিয়ে চলতে চেষ্টা করেন। এই কারণে এঁরা স্বামীর এবং শ্বশুরবাড়ির মানুষের খুব প্রিয় হন। এঁরা নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেন ঠিকই, কিন্তু যে কোনও পরিস্থিতিতে স্বামীর পাশে থাকেন।

কর্কট

এই রাশির মেয়েরা স্ত্রী হিসেবে খুবই ভাল এবং সহজ সরল হন। এঁরা যে কোনও কাজ খুবই ঠান্ডা মাথায় করতে পারেন। এঁদের মধ্যে অন্যের অন্যায়কে ক্ষমা করতে পারার ক্ষমতা থাকে অসীম। এঁরা সুখ দুঃখ, সব পরিস্থিতিতেই স্বামীর পাশে থাকে।

কন্যা

কন্যা রাশির মেয়েরা অত্যন্ত শান্তিপ্রিয় প্রকৃতির হয়। এঁরা গুছিয়ে সংসার করতে খুব ভালবাসেন। স্বামীর দুঃসময়ে তাঁর পাশে থাকেন, কখনও স্বামীর সঙ্গ ছাড়েন না।

মকর

মকর রাশির মেয়েরা যে কাজ খুব পরিপাটি করে করতে পছন্দ করেন। এঁরা সময়ের বিষয়ে খুব পাকা হন, এবং সংসারের প্রতি খুবই যত্নশীল হন। স্বামীর সঙ্গ কোনও পরিস্থিতিতেই ছাড়ে না এই রাশির মেয়েরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement