শুরু হয়ে গেল ক্রিকেট বিশ্বকাপ। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে জল্পনা-কল্পনা। নানা ভবিষ্যদ্বাণী করছেন ক্রিকেটবোদ্ধারা। এ বার কোন দল বিশ্বসেরার শিরোপা পাবে, তা নিয়ে চলছে চুলচেরা বিচার। একই ভাবে জ্যোতিষশাস্ত্রীয় বিচারের মাধ্যমেও এ বারের ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়কের জন্ম সালের ওপর ভিত্তি করে দেখা যাচ্ছে যে, ১৯৮৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে যাঁদের জন্ম, তাঁরাই এ বার ট্রফি জেতার প্রধান দাবিদার। সেই সময় কিছু কিছু গ্রহ (ইউরেনাস, নেপচুন) সবচেয়ে শক্তিশালী অবস্থায় ছিল।
২০১৯-এর বিশ্বকাপে বিশেষজ্ঞদের অনেকেই টিম ইন্ডিয়াকে হট ফেভারিট বলছেন। আবার অনেকেই মনে করেন ওপেনে নেমে যদি বিধ্বংসী হয়ে উঠতে পারেন ওয়ার্নার, তিনি যদি রান পান, তবে অস্ট্রেলিয়া অনেক ম্যাচ জিতবে। আবার অনেকে ফেভারিট বলছেন মর্গ্যানের ইংল্যান্ডকে। কেউ আবার বলছেন, সব হিসাব বদলে দেবেন সরফরাজরা।
জ্যোতিষ কিন্তু বলছে, ট্রফি জেতার সবচেয়ে বেশি সম্ভাবনা ইংল্যান্ডের। এর পরেই নাম আসবে পাকিস্তানের। এর কারণ, ইংল্যান্ডের ইয়ন মর্গ্যান এবং পাকিস্তানের অধিনায়ক উল্লেখিত জন্ম সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন। তবে ইতিমধ্যেই পাকিস্থান তাঁর নেতৃত্বে একটি ট্রফি জিতে নিয়েছে (২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি)। তা ছাড়া ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান, বর্তমানে শুক্রের দশায় মঙ্গলের অন্তর্দশায় মঙ্গলের প্রত্যন্তর দশা ভোগ করছেন। সেই কারণে মর্গ্যান-সহ সমগ্র দলের পক্ষে সৌভাগ্যজনক ফল লাভে সহায়ক হতে পারে। ফলে বর্তমানে গ্রহ নক্ষত্রের বিচারে সবচেয়ে শক্তিশালী ইংল্যান্ড।
আরও পড়ুন : ফলহারিণী অমাবস্যায় এই বিশেষ কাজগুলো করলে ভাগ্য ফিরতে পারে