কোন দিন সোনা কেনা উচিত, কোন দিন নয়

প্রাচীনকাল থেকেই মহিলাদের সোনার গয়না ব্যবহারের একটা প্রচলন আছে। মেয়েকে বিয়েতে প্রচুর সোনা দেওয়ার রেওয়াজ আজও রয়েছে অনেক পরিবারে। সেটা শুধু দেখানোর জন্য নয়, মেয়ে যদি কোনও দিন বিপদে পড়ে, তা হলে ওটা তার কাজে লাগবে বলে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ জুন ২০১৯ ০০:০০
Share:

প্রাচীনকাল থেকেই মহিলাদের সোনার গয়না ব্যবহারের একটা প্রচলন আছে। মেয়েকে বিয়েতে প্রচুর সোনা দেওয়ার রেওয়াজ আজও রয়েছে অনেক পরিবারে। সেটা শুধু দেখানোর জন্য নয়, মেয়ে যদি কোনও দিন বিপদে পড়ে, তা হলে ওটা তার কাজে লাগবে বলে।

Advertisement

এখন দেখে নেওয়া যাক আপনি যদি সোনা কেনেন তবে সোনা কবে ও কখন কিনবেন:

১। সোনা কেনার জন্য শুভদিন হল যে কোনও পঞ্চমী, ষষ্ঠী, দশমী এবং পূর্ণিমা।

Advertisement

২। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, ধনতেরাস বা যে কোনও শুভ দিন। এই বিশেষ শুভ দিনগুলোতে সোনা কিনুন।

৩। কোনও শুভ তিথি যদি শনিবার পড়ে, তা হলে সেটা শনিবার হলেও সোনা কেনার থাকলে অবশ্যই কিনুন। কারণ এই সোনা আপনার ঘরে থাকবে এবং বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: কাউকে ধার দিয়ে টাকা ফেরত পাচ্ছেন না? রইল এই অব্যর্থ উপায়

৪। সোনা কেনার সবচেয়ে শুভযোগ বা অমৃতযোগ হল রোহিনী নক্ষত্র। এই নক্ষত্রে সোনার জিনিস বা গয়না কিনুন। এতে সোনা ঘরে থাকবে এবং বৃদ্ধিও পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement