আপনার নামের ইংরাজি বানানের প্রথম অক্ষর থেকে আপনার সম্বন্ধে অনেক কিছু বলে দেওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, এই নামটি আপনার জন্মের সময় যা রাখা হয়েছিল তারই প্রথম অক্ষর। পরে নাম পরিবর্তন করে অন্য কিছু রাখা হলে এই ফল মিলবে না।
A- ইংরেজী বর্ণমালার প্রথম অক্ষর A যদি আপনার ইংরাজি নামের বানানের প্রথম অক্ষর হয়ে থাকে, তার মানে আপনি হবেন আপনার মালিক। বিশেষ দৃঢ়তা আপনার চরিত্রে থাকার জন্য আপনার ব্যক্তিত্বকে আলাদা ভাবে চেনা যায়। আপনি বাইরের কারও চাপে আপনার আদর্শ, বিশ্বাস ও মতাদর্শকে সহজে পাল্টান না। তাই বলে আপনি একগুঁয়ে মোটেই নন। আপনি সাহসী, সেই সঙ্গে আপনি অনেক নমনীয়। তাই খুব সহজে অপরের যুক্তিবাদী মতামতকে খুব সহজে গ্রহণ করেন। একই সঙ্গে তাকে সন্মানিত করে থাকেন এবং প্রয়োজনে নিজেকে পরিবর্তিত করেন। আপনি বিশেষ ভাবে উচ্চাকাঙ্খী এবং মুক্ত চিন্তা ও মুক্ত মনের অধিকারী।
B- ইংরাজি বর্ণমালার B যদি আপনার নামের প্রথম অক্ষর হয়ে থাকে, তার মানে আপনি বেশি মাত্রায় স্পর্শকাতর মানসিকতার ও অন্তর্মুখী ব্যক্তিত্বের মানুষ। আপনি শান্তিপ্রিয়। সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে, সবাইকে নিয়ে চলার পক্ষপাতী। আপনি সব অবস্থাতেই সুখী থাকতে চান। আপনি যাদের সঙ্গে চলেন বা থাকেন, তাদের সবার প্রতি আপনার সহানুভূতিপূর্ণ মন নিয়ে দেখে থাকেন। আপনি খুবই বিশ্বস্থ, অন্যের মতাদর্শকে সম্মান জানান। খোলা মনের অধিকারী এবং একই ভাবে নিজের ব্যাপারে যথেষ্ট সচেতন।
আরও পড়ুন: মেষ রাশির শিশুদের স্বভাবগত বৈশিষ্ট্য
C- আপনার ইংরাজি নামের বানানের প্রথম অক্ষর যদি C হয়, তা হলে বলতেই হয় আপনি একজন হার্দিক ব্যক্তিত্বের অধিকারী। আপনি হৃদয়বান মানুষ হলেও হৃদয়বোধকে খুব সচেতন ভাবে জামার আস্তিনে লুকিয়ে রাখেন, পাছে লোকে কিছু বলে। আপনার আন্তরিক ব্যবহারে সমাজ আপনাকে বাদ দিয়ে কোনও কাজ করতে পারে না। আপনার ভিতর রসবোধ আছে। তাই আপনি মজা করতে ভালবাসেন। আপনি নিজেকে খুব সহজে অপরের কাছে কোনও ভনিতা না করে তূলে ধরতে পারেন। আপনি সব ব্যাপারে আর সবার থেকে একটু এগিয়ে এসে এবং খুব খোলামেলা ভাবে কথা বলতে ভালবাসেন।
D- আপনার নামের বানানের প্রথম অক্ষর যদি D হয়, তা হলে আপনি খুব গভীর থেকে নিজেকে গড়ে তুলেছেন। এক কখায় আপনি অত্যন্ত প্র্যাক্টিক্যাল মাইন্ডেড এবং বেশ বাস্তববাদি। ফলে আপনি কোনও কিছু করার আগে খুব ভাল করে হোমওয়ার্ক করে তবেই কাজে নামেন। তাই আপনার কাজগুলি খুব সুচারূ ভাবে সম্পন্ন হয়ে থাকে। মনের দিক থেকে আপনি দৃঢ়চেতা,শৃঙ্খলাপরায়ণ, লক্ষ্য পৌঁছতে আপনি স্থির। খুব সাবধান! আপনার দৃঢ়তাকে লোকে পাছে ভুল বুঝে ‘গোঁয়ার’ না বলে ফেলে, সে দিকেও আপনাকে দৃষ্টি দিতে হবে।
E- আপনার ইংরাজি নামের বানানের প্রথম অক্ষর কি E? তা হলে আপনি জেনে যান, আপনি সব অবস্থাতেই স্বাধীনতায় বিশ্বাসী। কোনও ভাবেই একঘেঁয়েমিকে ভালবাসেন না। বেশি মাত্রায় ইন্দ্রিয়পরায়ণ আর সব ব্যাপারেই আপনি আর সকলের থেকে বেশি আগ্রহী। আপনি প্রেমে পড়তে জানেন, তাই আপনি প্রেমে পড়তে ভালবাসেন। লোকে আপনাকে আড়ালে ‘প্রেমপাগল’ বলে নিজেদের অসামর্থ্যের দিকটাকে তুলে ধরে। আপনি অতি মাত্রায় বাইরের জীবনে বিশ্বাসী। আপনাকে ছাড়া পার্টি চলে না। আপনি অতি মাত্রায় সব ব্যাপারে চৌখস। তাই আপনাকে ঠকানো বেশ কঠিন। একটা ঘটনা ঘটলে, আপনি তাকে নানা দৃষ্টিকোণ থেকে দেখে তার চুলচেরা বিশ্লেষণ করে থাকেন।
F- আপনার ইংরাজি নামের বানানের প্রথম অক্ষর যদি F হয়ে থাকে, তা হলে বলতেই হবে আপনি স্নেহপ্রবণ, উষ্ণ হৃদয়ের মানূষ। আপনি মানুষকে আন্তরিকভাবে ভালবাসতে জানেন, আর মানুষও আপনাকে ভালবাসে। আপনার স্বভাবই হচ্ছে আপরের প্রতি যত্নশীল হওয়া, তাদের ব্যাপারে খোঁজখবর নেওয়া। আপনি বোঝেন আপনার কাছের মানুষগুলির প্রতি আপনার একটা কর্তব্য আছে। আপনি তাদের সুখদুঃখের অংশীদার হতে চান, তাদের ব্যাপারে মাথা ঘামান। কিন্তু সাবধান, সবাই তো আপনার মতো নয়। তারা এই মাথা ঘামানোকে কখনও কখনও ভাল চোখে দেখে না। আপনাকে আড়ালে সন্দেহ করে। আপনাকে জানতে হবে কখন থেমে থাকতে হয় আর কখন এগিয়ে যেতে হয়।