Nails

শুধুমাত্র নখ দেখে আপনার সম্বন্ধে কী জানা যায়

ছোট বা বড় বিভিন্ন ধরনের নখ দেখা যায়। ছোট নখ সাধারণত অসম্পূর্ণতা নির্দেশ করে। ছোট নখ উন্নত মানসিকতা নির্দেশ করে না। ছোট নখ যদি বিবর্ণ হয় তা সাধারণত শারীরিক বা মানসিক অসুস্থতার লক্ষণ। মিথ্যা এই জাতকদের সঙ্গী হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২১ ০৮:১৮
Share:

প্রতীকী চিত্র।

নখ যে শুধু আঙুলের সৌন্দর্য বৃদ্ধি করে তা-ই নয়। নখ যেমন বাইরের আঘাত থেকে আঙুলকে রক্ষা করে, তেমনই বিভিন্ন গ্রহ থেকে মানব শরীরে রশ্মির আগমন হয় নখেরই মাধ্যমে। নখ বিভিন্ন ধরনের হয়। প্রত্যেক ধরনের নখ মানুষের বিভিন্ন শুভ অশুভ বৈশিষ্ট নির্দেশ করে।

Advertisement

ছোট বা বড় বিভিন্ন ধরনের নখ দেখা যায়। ছোট নখ সাধারণত অসম্পূর্ণতা নির্দেশ করে। ছোট নখ উন্নত মানসিকতা নির্দেশ করে না। ছোট নখ যদি বিবর্ণ হয় তা সাধারণত শারীরিক বা মানসিক অসুস্থতার লক্ষণ। মিথ্যা এই জাতকদের সঙ্গী হয়।

ছোট নখ যদি আয়তকার হয়, জ্যোতিষমতে তা হৃদযন্ত্রের অস্বাভাবিকতা নির্দেশ করে। অনেক ক্ষেত্রে জাতকের হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

Advertisement

ছোট নখ প্রশস্ত হলে তা দ্বন্দ্ব নির্দেশ করে। ঝগড়া বিবাদে এই ধরনের মানুষ পারদর্শী। পরনিন্দা, অন্যের বিষয়ে হস্তক্ষেপ, এই ধরনের নখ বিশিষ্ট মানুষের চারিত্রিক বৈশিষ্ট। শক্ত এবং সঙ্কীর্ণ বা সরু নখ বিশিষ্ট মানুষের মনে যা আসে তাই করেন। এঁরা নিজেদের সিদ্ধান্তে অটল থাকেন। কারও পরামর্শ সে ভাবে গ্রহণ করেন না।

বর্গাকার নখ বিশিষ্ট মানুষ সাধারণত অসুস্থ প্রকৃতির হন। ভীরু, ভিতু এবং অন্যের বশীভূত হন।

ছোট নখ ত্রিকোণ আকারের হলে (উপরের দিক প্রশস্ত নীচের দিক সঙ্কীর্ণ) জাতক সাধারণত অলস হন। এঁরা সামাজিকতা এড়িয়ে যান, একাকিত্ব পছন্দ করেন।

দৈর্ঘ্য-প্রস্থের সমতা বা ভারসাম্য আছে এরূপ নখ বিশিষ্ট মানুষ সাধারণত অল্পে রেগে গেলেও নিজেদের সম্বন্ধে ওয়াকিবহাল থাকেন। এঁরা যে কাজে হাত দেন তা ভাল ভাবে শেষ করেন।

গোলাকার নখের জাতক শীঘ্র এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম।

সরু লম্বা নখের জাতক সাধারণত শারীরিক ভাবে দুর্বল হন। অস্থির মানসিকতার লক্ষণ দেখা যায় এঁদের মধ্যে।

আদর্শ নখ সাধারণত চওড়া এবং সামান্য বেশি লম্বা। সুন্দর দেখতে নখে দীপ্তি বা পালিশ থাকে। এই ধরনের নখ বিশিষ্ট মানুষ উচ্চ মানসিক ক্ষমতা বিশিষ্ট হন। এঁদের উন্নতি করার মানসিকতা থাকে। এঁরা সর্বক্ষেত্রে সাফল্য অর্জন করেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement