প্রতীকী চিত্র।
বাড়ি বা ঘরের মুখ যদি পূর্ব দিকে হয় তা হলে সে বাড়ি খুবই শুভ বলে মানা হয়। পূর্বমুখী ঘরের অর্থ হল, যে ঘর বা বাড়ি থেকে বাইরে আসার সময় আমাদের মুখ যেন থাকে পূর্ব দিকে। যে ঘর পূর্বমুখী হয় সেই ঘরের বসবাসকারীদের ভাগ্য হয় দেখার মতো। সব থেকে ভাল জমি বলে মানা যখন পূর্ব দিকের ঢালু জমি। এ ছাড়া বাস্তুর নিয়ম অনুসারে এমন কয়েকটি টিপস রয়েছে যা মেনে চলতে পারলে খুবই উপকার পাওয়া যাবে।
টিপস
• একটি বাস্তু পিরামিড দরজার সামনে অর্থাৎ প্রধান দরজার মাথায় রাখুন।
• বাড়ির উত্তর এবং পূর্ব দিকের কোণে বড় ধরনের গাছ লাগানো যাবে না।
• যতটা সম্ভব বাড়ির উত্তর এবং পূর্ব দিকে বেশ কিছুটা জায়গা ছেড়ে রাখুন।
• বাড়ির উত্তর-পূর্ব দিকে ঠাকুরঘর করার ব্যবস্থা করতে হয়।
• তবে অবশ্যই মনে রাখতে হবে বাড়ির উত্তর-পূর্ব কোণে যেন কোনও ভাবেই রান্নাঘর না করা হয়।
• পূর্ব দিকে ঘরের ক্ষেত্রে যেন সীমানার প্রাচীর হয় দক্ষিণ এবং পশ্চিম দিকে উঁচু।
• পূর্ব দিকে ঘরের মুখ হলে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে অবশ্যই একটা মানিপ্ল্যান্ট গাছ লাগান।