ট্রাকের সামনে আটকে বাইচকচালক। ছবি: সংগৃহীত।
শরীরের অর্ধেক ট্রাকের নীচ থেকে বেরিয়ে। শরীরের বাকি অর্ধেকটা বাইকসমেত ট্রাকের নীচে আটকে। দ্রুত গতিতে ছুটছিল ট্রাক। সামনে আটকে থাকা বাইকচালক পরিত্রাহি চিৎকার করছেন। রাস্তা দিতে দ্রুত গতিতে ছুটে চলা ট্রাকের নীচে আটকে রয়েছেন এক ব্যক্তি, এই দৃশ্য দেখে শিউরে উঠেছিল আগরা। ট্রাকটিকে ধাওয়া করে অবশেষে উদ্ধার করা হয় বাইকচালককে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগরা হাইওয়েতে।
পুলিশ সূত্রে খবর, ট্রাকের নীচে আটকে থাকা ব্যক্তিকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর নাম জাকির। তিনি বলেন, ‘‘রবিবার রাতে বাড়িতে ফিরছিলাম। আমার সামনেই একটি ট্রাক যাচ্ছিল। সেটিকে পাশ কাটিয়ে এগিয়ে গিয়েছিলাম। হঠাৎই দেখি ট্রাকটিও গতি বাড়িয়েছে। তার পরই পিছন থেকে ধাক্কা।’’ জাকির আরও জানিয়েছেন, ধাক্কার জেরে বাইক পিছলে যায়। তাঁর পা-ও আটকে যায় বাইকের নীচে। বাইকটি ট্রাকের সামনে আটকে গিয়েছিল। ওই অবস্থাতেই চালক ট্রাকের গতি আরও বাড়িয়ে দেন।
জাকিরের কথায়, ‘‘ওই সময় মনে হচ্ছিল, আর বেঁচে ফিরব না। শরীরটা রাস্তার সঙ্গে ঘষটে যাচ্ছিল। চিৎকার করে চালককে সতর্ক করার চেষ্টা করছিলাম। কিন্তু চালক ট্রাক থামাননি।’’ অন্য গাড়িচালকদের নজরে পড়তেই তাঁরা ট্রাকটিকে থামানোর চেষ্টা করেন। কিন্তু চালক গতি বাড়িয়ে দেন। পিছু ধাওয়া করেন অন্য গাড়িচালকেরা। তার পর ট্রাকটিকে ওভারটেক করে সেটিকে থামান। তার পর বাইকচালককে জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ট্রাকচালককে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।