জীবিকা অনুযায়ী কোন রুদ্রাক্ষ আপনার উন্নতিতে সাহায্য করবে, জেনে নিন

দেখে নেওয়া যাক জীবিকা অনুযায়ী কার কত মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

মুনি-ঋষিরা দেখিয়ে গিয়েছেন, তন্ত্রমন্ত্র সাধনা করার জন্য রুদ্রাক্ষ বিশেষ উপকারী ও প্রভাবশালী। সকলেই রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। এই অমিতবিক্রমী ফল মানুষের ভাগ্যকে যে শুধু উজ্জ্বল করে তা-ই নয়, সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করে। রুদ্রাক্ষ মস্তিষ্ক ও হৃদয়ে শক্তি দেয়। আবার রক্তপ্রবাহ ঠিক রেখে স্নায়ুকে স্নিগ্ধতা দেয়। জীবনের শান্তি ও আত্মশক্তিকে বাড়িয়ে তোলে। আধুনিক যুগে কিছু বিজ্ঞানীও রুদ্রাক্ষের গুণ উপলব্ধি করেছেন। তাঁরা পরীক্ষা করে দেখেছেন যে, এর মধ্যে অদ্ভুত চৌম্বক শক্তি আছে যা মানবশরীরের বিশেষ কিছু ব্যথা-বেদনা, উত্তেজনা, নিদ্রাহীনতা, রক্তচাপ, বাত, দুঃস্বপ্ন থেকে উপশম দিতে পারে। এ ছাড়া রুদ্রাক্ষ ধারণে মানসিক ব্যধি, ভূত-প্রেত সংক্রান্ত নানা সমস্যায় সুফল পাওয়া যায়। আবার বিভিন্ন জীবিকা অনুযায়ী রুদ্রাক্ষ ধারণেও কিছু লাভ হয়ে থাকে।

Advertisement

এখন দেখে নেওয়া যাক জীবিকা অনুযায়ী কার কত মুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত:

১। প্রশাসনিক: ত্রয়োদশমুখী ও একমুখী।

Advertisement

২। কোষাধ্যক্ষ: অষ্টমুখী ও দ্বাদশমুখী।

৩। বিচারক: চতুর্দশমুখী ও দ্বিমুখী।

৪। পুলিশ/সেনা: নবমমুখী ও চতুর্থমুখী।

৫। ব্যাঙ্ক কর্মচারী: একাদশমুখী ও চতুর্থমুখী।

আরও পড়ুন: আপনার রাশিচক্রে ‘কেন্দ্রদ্রুম’ যোগ নেই তো? এই অশুভ যোগ থাকলে কী হয় জানেন?

৬। চিকিত্সক: নবমমুখী ও একাদশমুখী।

৭। নার্স, কেমিস্ট, কম্পাউন্ডার: চতুর্মুখী ও ত্রিমুখী।

৮। নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ: চতুর্দশমুখী ও একমুখী।

৯। অধ্যাপক ও ধর্মপ্রচারক: চতুর্দশমুখী ও ষষ্ঠমুখী।

১০। লেখক, ক্লার্ক, টাইপিস্ট, স্টেনোগ্রাফার: একাদশমুখী ও অষ্টমুখী।

১১। মেকানিক্যাল ইঞ্জিনিয়র: দশমুখী ও একাদশমুখী।

১২। সিভিল ইঞ্জিনিয়ার: অষ্টমুখী ও চতুর্দশমুখী।

১৩। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়র: সপ্তমুখী ও একাদশমুখী।

১৪। কম্পিউটার ইঞ্জিনিয়র: চতুর্দশমুখী ও গৌরীশঙ্কর।

১৫। পাইলট ও বায়ুসেনা: দশমুখী ও একাদশমুখী।

১৬। জলযান চালক: দ্বাদশমুখী ও অষ্টমুখী।

১৭। রেল, বাস, গাড়িচালক: দশমুখী ও সপ্তমুখী।

১৮। দোকানদার: চতুর্দশমুখী ও ত্রয়োদশমুখী।

১৯। শিল্পপতি: চতুর্দশমুখী ও দ্বাদশমুখী।

২০। কবি, সঙ্গীতকার: ত্রয়োদশমুখী ও নবমমুখী।

২১। সার্জন: চতুর্দশমুখী ও চতুর্মুখী।

২২। হোটেল মালিক: চতুর্দশমুখী, একমুখী ও ত্রয়োদশমুখী।

২৩। ঠিকাদার: চতুর্দশমুখী, ত্রয়োদশমুখী ও একাদশমুখী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement