কাজের চাপ বাড়তে পারে। বন্ধুর সহায়তায় ব্যবসায় উন্নতি সাধন হবে।
প্রতিবেশীদের সঙ্গে শত্রুতার সম্ভাবনা রয়েছে। ভাল কাজের পরিপেক্ষিতে হতাশা বোধ। নতুন ব্যবসায় লগ্নি করতে পারেন, তবে খুব চিন্তা করে এগোবেন। পরিশ্রম বৃদ্ধিতে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্চে। মামলায় জড়িয়ে পড়তে পারেন। পিতার সঙ্গে অর্থ নিয়ে তর্ক। কানের সমস্যা বাড়তে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে।