Vastu Shastra

নানা সমস্যা সমাধানে কাজে আসবে, এমন কিছু শক্তিশালী টোটকার সন্ধান রইল এখানে

আমাদের জীবনে নানা সমস্যা আসতেই থাকে আর আমরা চেষ্টায় থাকি, কী ভাবে সেই সেগুলির সমাধান করা যায়। জ্যোতিষ শাস্ত্র বা বাস্তু শাস্ত্র থেকে বিভিন্ন টোটকার সন্ধান পাওয়া যায়, যার মাধ্যমে নানাবিধ সমস্যার সমাধান সম্ভব।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২১ ০৮:৩২
Share:

প্রতীকী চিত্র।

আমাদের জীবনে নানা সমস্যা আসতেই থাকে আর আমরা চেষ্টায় থাকি, কী ভাবে সেই সেগুলির সমাধান করা যায়। জ্যোতিষ শাস্ত্র বা বাস্তু শাস্ত্র থেকে বিভিন্ন টোটকার সন্ধান পাওয়া যায়, যার মাধ্যমে নানাবিধ সমস্যার সমাধান সম্ভব। এই সব টোটকায় প্রচুর শক্তি থাকে, যা নানা সমস্যা বা বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। সেই রকমই কিছু টোটকার সন্ধান এখানে রইল, যেগুলি দৈনন্দিন জীবনে যদি সঠিক নিয়ম মেনে প্রয়োগ করলে উপকার পাওয়া সম্ভব।

Advertisement

টোটকা

• প্রতি দিন রাতে ঘুমোতে যাওয়ার আগে একটি জলপূর্ণ গ্লাসে ছোট এক টুকরো রুপো দিয়ে সারা রাত রেখে দিন। তার পরের দিন সকালে ঘুম থেকে মুখ হাত ধুয়ে সেই জল পান করুন। বাড়ির প্রত্যেক সদস্য এটি করতে পারেন।

Advertisement

• কিছুটা গুড় বাড়িতে সর্বদা রেখে দিন এবং প্রতিদিন বাড়ির প্রত্যেক সদস্য সারা দিনের মধ্যে যে কোনও সময়ে সামান্য গুড় মুখে দিন।

• যাঁরা আমাদের রাস্তাঘাট পরিষ্কার করেন অর্থাৎ সাফাইকর্মী, তাঁদের হাতে কিছু ধাতুমুদ্রা দান করুন। এ ক্ষেত্রে নোট দান করা যাবে না, ধাতুমুদ্রাই দিতে হবে।

• একটি ছোট মাটির পাত্রে কিছুটা মধু রেখে সেই পাত্রের মুখ ঢেকে ঘরের ঈশান কোণে রেখে দিন। মাঝে মধ্যে মধু বদলে দিতে হবে।

• যদি সম্ভব হয় তা হলে রুপো বা তামার পাত্রে প্রতিদিন জল খান।

• মাসের যে কোনও বুধবার একটি পাঁচ বছর বয়সের মেয়েকে সবুজ রঙের কিছু দান করুন।

• প্রতিদিন কপালে চন্দন বা কেশরের তিলক লাগান।

• যে কোনও মন্দিরের পুরোহিতকে হলুদ রঙের বস্ত্র প্রদান করুন।

• একটি নারকেল বাড়ির সকল সদস্যদের মাথার উপর ২১ বার ঘুরিয়ে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement