প্রতীকী চিত্র।
কচ্ছপ সৌভাগ্যের প্রতীক। এটা আমরা সকলেই জানি। কচ্ছপ নিজে খুবই ধীর গতির প্রাণী হলেও ঘরে কচ্ছপের মূর্তি রাখলে সৌভাগ্য খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। কচ্ছপের মূর্তি রাখলে যে শুধুমাত্র সৌভাগ্য বৃদ্ধি পায় তা-ই নয়, নানা দিক থেকে উপকার পাওয়া যায় কচ্ছপের মুর্তি ঘরে রাখলে। এক এক ধরনের কচ্ছপের মূর্তি এক এক রকম কাজ দেয়।
দেখে নিন কোন মূর্তি কী কাজ দেয়—
• রুপোর কচ্ছপ মূর্তি: নতুন ব্যবসা শুরু করার সময় বা নতুন কর্ম শুরু করার সময় রুপোর কচ্ছপ মূর্তি ফলপ্রসূ হয়। এই ভাবে ব্যবসাকে খারাপ নজর থেকেও বাঁচানো যায়।
• কেলাসের কচ্ছপ মূর্তি: আর্থিক উন্নতির জন্য কেলাসের স্বচ্ছ কচ্ছপ মূর্তি বাড়িতে রাখলে দারুণ উপকার পাওয়া যায়। এই মূর্তি কর্মস্থলে রাখলে সমৃদ্ধি বৃদ্ধি পায়।
• বড় কচ্ছপের পিঠে ছোট কচ্ছপ মূর্তি: এই রকম কচ্ছপ মূর্তি ঘরে রাখলে সন্তান প্রাপ্তিতে সাহায্য করে বলে মনে করা হয়।
• একজোড়া কচ্ছপ মূর্তি: বাড়িতে সকলের মধ্যে মিলমিশ ঘটাতে একজোড়া কচ্ছপ মূর্তি রাখতে হবে। এতে বাড়ির অশান্তিও অনেক কমে যায়।
• মাটির কচ্ছপ মূর্তি: বাড়ির কেউ যদি খুব ভোগেন, তা হলে মাটির কচ্ছপ মূর্তি রাখা যেতে পারে।
• যে কোনও ধাতব কচ্ছপ মূর্তি: ব্যবসায় উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতির জন্য ধাতব কচ্ছপ মূর্তি রাখা যেতে পারে। দোকান বা কর্মস্থলে এমন কচ্ছপ মূর্তি শুভ বলে বিশ্বাস করা হয়।
• পিতলের কচ্ছপ মূর্তি: পরীক্ষায় ভাল ফল পেতে পিতলের কচ্ছপ মূর্তি খুব ভাল ফল দেয়। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়।