kali Puja 2022

কালীপুজোর দিন করুন এই টোটকা, যে কোনও কাজে এগিয়ে যেতে পারবেন দ্রুত, বলছে জ্যোতিষশাস্ত্র

জ্যোতিষশাস্ত্র মতে, কালীপুজোর দিন করা কিছু টোটকার মাধ্যমে জীবনে আনা যায় সুখ এবং সমৃদ্ধি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২২ ১৫:২৯
Share:

কালীপুজো করার মাধ্যমে জীবনে নানা দিক থেকে উপকার পাওয়া যায়। ছবি: সংগৃহীত

আজ, সোমবার কালীপুজো। দেবী পার্বতির আরও একটি রূপ হলেন কালী। দশমহাবিদ্যার প্রথম দেবী হলেন মা কালী। মা কালী আদি শক্তি ও শ্যামা নামেও পরিচিত। মনে করা হয় কালীপুজো করার মাধ্যমে জীবনে নানা দিক থেকে উপকার পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র মতে এ দিনে করা কিছু টোটকার মাধ্যমে জীবনে আনা যায় সুখ এবং সমৃদ্ধি।

Advertisement

টোটকা-

১) সংসারের মঙ্গল কামনায় এই দিন কালীপুজোর অঞ্জলি দেওয়ার সময়ে অবশ্যই জবা ফুল ব্যবহার কারুন এবং পুজো হয়ে যাওয়ার পর মায়ের পায়ের জবা ফুল নিয়ে এসে ঘরে রাখুন। এতে গৃহে আর্থিক উন্নতি ও সংসারেও উন্নতি ঘটবে দ্রুত।

Advertisement

২) বিবাহিত মহিলারা স্বামীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য পেতে এ দিন মায়ের চরণের সিঁদুর নিয়ে এসে সারা বছর তা সিঁথিতে পরুন।

৩) শত্রু দমন করতে হলে মায়ের খর্গ নিয়ে এসে ঘরে রাখুন। এ ছাড়া, কালীপুজোর দিন রাতে মায়ের সামনে তিনটে সর্ষের তেলের প্রদীপ জ্বালুন এবং সঙ্গে ধূপ জ্বালুন। তার পর একটি লেবুকে দু’টুকরো করে তাতে তিনটি লবঙ্গ পুঁতে দিন। তাঁর পরের দিন সকালে লেবুগুলি আপনার শত্রুর বাড়ির সামনে ফেলে দিন। এতে শত্রু নতজানু হতে বাধ্য হবে।

৪) গৃহে সুখ শান্তি বজায় রাখতে হলে মায়ের যে কোনও একটি জিনিস নিয়ে নিজের কাছে রাখুন।

৫) মামলা মোকদ্দমা বা ঋণের হাত থেকে মুক্তি পেতে মা কালীর সামনে দীপাবলির দিন থেকে শুরু করে টানা নয় দিন গুগগুলের ধুনো জ্বালুন।

৬) আটকে থাকা কাজ থেকে উদ্ধার পেতে কালীপুজোর দিন অমাবস্যা লাগার পর মায়ের সামনে কালো তিল, কালো কলাই এবং সর্ষের তেল অর্পন করুন।

৭) এই দিন দেবী কালীকে নারকেল ও জবা ফুল দিয়ে তৈরি মালা নিবেদন করুন।

৮) কালীপুজোর দিন রাতে কখনও ঝাঁট দেবেন না।

৯) এই দিন যদি কেউ আপনার কাছে দুধ বা দুধ জাতীয় কোনও জিনিস চাইতে আসেন, কখনও বাড়ি থেকে এই জিনিস দেবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement