প্রতীকী চিত্র।
জন্মছকে ন’টা গ্রহই ভাল হবে, এ কথার কোনও মানে নেই। ভাল মন্দ মিশিয়ে গ্রহের অবস্থান জন্মছকে থাকে। মানুষের জীবনকে পজেটিভ এনার্জিতে ভরে রাখতে হলে মঙ্গল গ্রহের প্রতিকার করার বিশেষ প্রয়োজন রয়েছে। মন সর্বদা মঙ্গল দ্বারা প্রভাবিত থাকে। যদি জন্মছকে মঙ্গল পীড়িত থাকে তবে জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন অজির্ণতা, শারীরিক দুর্বলতা, বাড়ি না হওয়া, সন্তান হতে দেরি হওয়া ইত্যাদি। যাঁরা মাঙ্গলিক, তাঁদের ঘরে বৈদ্যুতিক যন্ত্রপাতি খুব দ্রুত খারাপ হয়। এই ধরনের মানুষ একটু অলস প্রকৃতির হন। এ ছাড়া এঁদের রক্তজনিত সমস্যা থাকে।
মঙ্গলের কিছু প্রতিকার রয়েছে যেগুলো সঠিক নিয়মে পালন করতে পারলে অত্যন্ত উপকার পাওয়া যাবে—
• নিম গাছে যখন ফুল আসে তখন সেই মঞ্জরি-সহ কচি পাতা নিয়ে মুসুর ডালের সঙ্গে পিষে খেয়ে ফেলুন। এতে মঙ্গল গ্রহকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা যাবে।
• মঙ্গলবার অবশ্যই মুসুর ডাল খান। মুসুর ডালের সঙ্গে মঙ্গল সম্পর্কযুক্ত কারণ মঙ্গলের রং লাল। এর ফলে খুব ভাল ফল পাওয়া যাবে।
• মঙ্গলবার একটা পাত্রে কিছুটা মুসুর ডাল, কমলা সিঁদুর ও অল্প সরষের তেল মহাবীরের মন্দিরে দান করুন। পর পর আটটা মঙ্গলবার এই কাজ কোনও শিব মন্দিরেও করতে পারেন।
• মহাবীরের মন্দিরে মঙ্গলবার লাল পতাকা দান করুন।
• প্রতি দিন বা প্রতি মঙ্গলবার গোলাপ জল সারা ঘরে ছেটান। এতে মঙ্গল গ্রহ খুবই সন্তুষ্ট থাকেন।