saraswati puja

সরস্বতী পুজোর দিন করুন বিশেষ এই সব টোটকা

সরস্বতী পুজোর দিন আমরা না জেনে এমন কিছু কাজ করে থাকি যা করলে দেবী সরস্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন। এমনও কিছু কাজ রয়েছে যা করলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন। দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ০৮:১৬
Share:

বিশেষ করে বিদ্যার্থীদের কাছে দেবী সরস্বতী পূজনীয়।

সরস্বতীর কৃপা পাওয়ার আশায় আমরা প্রায় সারা বছরই অধীর আগ্রহে বসে থাকি। বিশেষ করে বিদ্যার্থীদের কাছে দেবী সরস্বতী পূজনীয়। এ ছাড়া সব বাঙালির কাছেই তিনি পরম পূজনীয়। তাঁর আশির্বাদে শুধুমাত্র বিদ্যা নয় বুদ্ধিও বৃদ্ধি পায়। এই দিন বিশেষ কিছু নিয়ম রয়েছে যা সঠিক ভাবে পালন করতে পারলে আমরা নানা ভাবে উপকৃত হতে পারি। সরস্বতী পুজোর দিন আমরা না জেনে এমন কিছু কাজ করে থাকি যা করলে দেবী সরস্বতী অত্যন্ত ক্ষুব্ধ হন। এমনও কিছু কাজ রয়েছে যা করলে দেবী অত্যন্ত সন্তুষ্ট হন। দেখে নেওয়া যাক সেগুলো কী কী।

Advertisement

• এই দিন বাড়িতে গাছ রোপণ করা অত্যন্ত শুভ।

• এই দিন পুজোর সময় দেবীর সামনে প্রদীপ অবশ্যই অর্পণ করতে হবে এবং নজর রাখতে হবে যে কোনও ভাবে যেন পুজো শেষ হওয়ার আগে প্রদীপটি নিভে না যায়।

Advertisement

• পুজোর সময় মায়ের মূর্তি যেখানে স্থাপন করা হবে, সেখানে সাদা এবং হলুদ কাপড় পাততে হবে।

• পুজোর সময় মাকে পলাশ ফুল, সবেদা, মটরশুঁটি, দোয়াত কলম, যে কোনও হলুদ ফুল, কুল এবং খই অর্পণ করা খুব শুভ। এই জিনিসগুলো মায়ের খুব প্রিয়।

• এই দিন অবশ্যই নিরামিষ খেতে হবে।

• পুজোর তিথি থাকাকালীন অঞ্জলি দিতে হবে।

• এই দিন মুক্তো এবং পোখরাজ ধারণ করলে অত্যন্ত শুভ ফল পাওয়া যায়।

কী করা উচিত নয়

• এই দিন নখ চুল কাটা যাবে না।

• এই দিন সেলাই করা নিষিদ্ধ।

• এই দিন কারও সঙ্গে কোনও ভাবেই ঝগড়া করতে নেই।

• এই দিন কালো বা লাল পোশাক পরতে নেই। সাদা বা হলুদ বস্ত্র পরিধান করা শুভ।

• এই দিন আমিষ খাওয়া নিষিদ্ধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement