Saraswatti Puja

আগামী ১৬ ফেব্রুয়ারি সরস্বতী পূজা, জেনে নিন সময়সূচি ও নির্ঘণ্ট

শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে, অভ্রআবীর, আমের মুকুল, যবের শিষ, দোয়াত কলম সহযোগে দেবীর পূজার রীতি। দেবী সরস্বতী দ্বিভূজা অথবা চতুর্ভূজা এবং মরালবাহনা অথবা ময়ূরবাহনা।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ০৮:১৫
Share:

বঙ্গে সরস্বতী দ্বিভুজা মরালবাহনা রূপে পূজিত হন।

জয় জয় দেবী চরাচর সারে কুচযুগশোভিত মুক্তা হারে। বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্ততে।

Advertisement

শ্বেতপদ্মাসনা শ্বেত পুষ্পোশোভিতা দেবী শ্রী শ্রী সরস্বতী বাক্য, বিদ্যাবুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী।

শাস্ত্র মতে মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে, অভ্রআবীর, আমের মুকুল, যবের শিষ, দোয়াত কলম সহযোগে দেবীর পূজার রীতি। দেবী সরস্বতী দ্বিভূজা অথবা চতুর্ভূজা এবং মরালবাহনা অথবা ময়ূরবাহনা। উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূরবাহনা চতুর্ভূজা সরস্বতী পূজিত হন। বঙ্গে দ্বিভুজা মরালবাহনা রূপে পূজিত হন। আগামী ১৬ ফেব্রুয়ারী, মঙ্গলবার শ্রী শ্রী সরস্বতী পূজা। দেখে নিন দুই পঞ্জিকা মতে পুজোর সময়সূচি ও নির্ঘণ্ট।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

পঞ্চমী আরম্ভ–

বাংলা– ৩ ফাল্গুন, সোমবার, ১৪২৭।

ইংরেজ– ১৫ ফেব্রুয়ারি, সোমবার, ২০২১।

রাত– ৩টে ৩৮ মিনিট।

পঞ্চমী শেষ–

বাংলা– ৪ ফাল্গুন, মঙ্গলবার ১৪২৭।

ইংরেজি– ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২১।

সময় রাত ৫টা ৪৭ মিনিট।

শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা। দোয়াত, কলম, বই ও বাদ্যযন্ত্রাদি পূজা।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

পঞ্চমী আরম্ভ–

বাংলা– ২ ফাল্গুন, সোমবার, ১৪২৭।

ইংরেজি– ১৫ ফেব্রুয়ারি, সোমবার ২০২১।

সময় রাত– ৩টে ০৮ মিনিট ৫০ সেকেন্ড।

পঞ্চমী শেষ–

বাংলার– ৩ ফাল্গুন মঙ্গলবার, ১৪২৭।

ইংরেজি– ১৬ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২১।

সময় রাত– ৪টে ৫৭ মিনিট ৫৬ সেকেন্ড।

শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা। দোয়াত, কলম, বই ও বাদ্যযন্ত্রাদি পূজা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement