ধনতেরাসের দিন করুন এই টোটকা, সংসারে শ্রীবৃদ্ধি ঘটবে দ্বিগুণ

দুর্গাপুজোর পরে এবং কালীপুজোর আগে হয় ধনতেরাস উৎসব। অন্যান্য বহু উৎসবের মতো বাঙালি এই উৎসবও আনন্দ সহকারে পালন করে এবং মা লক্ষ্মীর কাছে শ্রীবৃদ্ধি কামনা করে। ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো করা অত্যন্ত ভাল বলে মনে করা হয়। সংসারে শ্রীবৃদ্ধি সকলেরই কাম্য। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করার সঙ্গে সঙ্গে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য করুন এই টোটকাগুলো।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২০ ০০:১৭
Share:

দুর্গাপুজোর পরে এবং কালীপুজোর আগে হয় ধনতেরাস উৎসব। অন্যান্য বহু উৎসবের মতো বাঙালি এই উৎসবও আনন্দ সহকারে পালন করে এবং মা লক্ষ্মীর কাছে শ্রীবৃদ্ধি কামনা করে। ধনতেরাসের দিন লক্ষ্মী পুজো করা অত্যন্ত ভাল বলে মনে করা হয়। সংসারে শ্রীবৃদ্ধি সকলেরই কাম্য। ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করার সঙ্গে সঙ্গে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য করুন এই টোটকাগুলো।

Advertisement

টোটকা

• ধনতেরাসের দিন বাড়ির সদর দরজার সামনে মা লক্ষ্মীর চরণ আঁকুন। যদি কোনও ভাবে চরণ আঁকা সম্ভব না হয় তবে কিনে এনেও দিতে পারেন।

Advertisement

• ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজোর সময় কিছুটা ধনে লক্ষ্মীর সামনে অর্পণ করুন এবং সেই ধনে পরের দিন বাড়ির যে কোনও জায়গায় বা টবে লাগিয়ে দিন। এর ফলে যত নতুন গাছ বেরোবে ততই সংসারে শ্রীবৃদ্ধি হবে।

• ধনতেরাসের দিন সন্ধ্যা বেলা ১৩টি প্রদীপ বাড়ির বিভিন্ন জায়গায় জ্বালান। প্রদীপে অবশ্যই সরষের তেল থাকতে হবে। এই কাজ বাড়ির প্রত্যেকটা সদস্য করতে পারেন।

আরও পড়ুন: শ্রী শ্রী শ্যামাপূজা ও অলক্ষ্মীপূজার সময়সূচি

• ধনতেরাসের দিন বাড়িতে রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি প্রতিষ্ঠা করুন। যদি রুপোর লক্ষ্মী গণেশের মুর্তি সম্ভব না হয় তবে ফটো বা অন্যান্য ধাতু বা মাটির মূর্তি প্রতিষ্ঠা করা যেতে পারে।

• ধনতেরাসের দিন সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করা অত্যন্ত শুভ বলে মানা হয়। তবে রুদ্রাক্ষ ধারণ করার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র ১০৮ বার জপ করতে হবে।

• এই দিন লক্ষ্মী দেবীর সামনে একটি লাল চেলি রাখুন এবং তার ওপর ১ টাকা বা ৫ টাকার ১টি কয়েন ও কিছুটা দুর্বা রাখুন। তার পর একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে মনের কামনা মায়ের কাছে নিবেদন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement