Vastu Shastra

আপনার সন্তানের কি অতিরিক্ত জেদ? পরিস্থিতি সামলাতে করুন এই টোটকা

সব মা-বাবার জন্যই চিন্তার বিষয় যদি তাঁদের সন্তানরা অতিরিক্ত জেদি হয়। অতিরিক্ত রাগ জেদ মানুষকে ভুল পথে চালনা করে। অনেক সময় দেখা যায় যে, সন্তানের জেদের কাছে মা-বাবাকেও হার মানতে হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪৯
Share:

প্রতীকী চিত্র।

সব মা-বাবার জন্যই চিন্তার বিষয় যদি তাঁদের সন্তানরা অতিরিক্ত জেদি হয়। অতিরিক্ত রাগ জেদ মানুষকে ভুল পথে চালনা করে। অনেক সময় দেখা যায় যে, সন্তানের জেদের কাছে মা-বাবাকেও হার মানতে হয়। এই রকম অবস্থায় মা-বাবারা কী করবেন ভেবে পান না। জ্যোতিষমতে কয়েকটি গ্রহের কারণে এ রকম হয়। যেমন রাহু, মঙ্গল যদি দোষযুক্ত হয়। সে ক্ষেত্রে কিছু উপায় রয়েছে যা পালন করলে কিছুটা হলেও সমস্যার সমাধান হতে পারে।

Advertisement

দেখে নিন উপায়গুলো কী কী—

• যে সন্তানের অতিরিক্ত জেদ, তাকে প্রতি দিন হনুমানজির আরাধনা করতে হবে এবং তাঁর চরণের কমলা রঙের সিঁদুর দিয়ে কপালে তিলক লাগাতে হবে।

Advertisement

• সন্তানকে রুপোর গয়না ধারণ করাতে হবে। রুপোর গ্লাসে জল খাওয়ালেও যথেষ্ট উপকার পাওয়া যাবে।

• অতিরিক্ত জেদি সন্তানকে দুধের সঙ্গে অশ্বগন্ধা মিশিয়ে খাওয়াতে হবে।

• যে সন্তানের জেদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, তাদের প্রচুর পরিমাণে কিসমিস বা আঙুর খাওয়ান।

• সূর্যাস্তের পর তিনটে যব দুধে ধুয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিতে হবে। এই কাজটি শনিবার অথবা বৃহস্পতিবার সূর্যাস্তের পর করতে হবে। এটি সন্তানকেই করতে হবে এমনটা নয়। বাড়ির অন্য সদস্যরাও করতে পারেন।

• বৃহস্পতিবার সাদা রঙের সুতোয় অশ্বগন্ধার শিকড় হাতে বেঁধে দিতে হবে। পুত্রসন্তানের ডান হাতে এবং কন্যাসন্তানের বাঁ হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement