চৈত্র শুক্ল নবমী তিথি হিন্দু ধর্মের পরম পবিত্র রামনবমী তিথি নামে পালিত হয়
যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুত্থান ঘটে, তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতীদের বিনাশের উদ্দেশ্যে ভগবান বিষ্ণু ধরাধামে বিভিন্ন অবতার রূপে অবতীর্ণ হয়েছেন।
ত্রেতা যুগে অযোধ্যায় সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানি কৌশল্যার পুত্র রূপে চৈত্র শুক্ল নবমী তিথিতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র দুষ্টের বিনাশ এবং শিষ্টের পরিত্রাণের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন।
তাই চৈত্র শুক্ল নবমী তিথি হিন্দু ধর্মের পরম পবিত্র রামনবমী তিথি নামে পালিত হয়।
আগামী ৭ বৈশাখ, ২১ এপ্রিল, বুধবার পবিত্র রামনবমী।
রামনবমীর পূর্ণ তিথিতে তুলসী পাতা এবং পদ্মফুল সহযোগে রামচন্দ্রের উপাসনা এবং রামায়ণ পাঠ পরম শুভ ফলদায়ক।
রামনবমীর পূণ্য প্রভাতে সূর্যদেবকে অর্ঘ্য প্রদান এবং সূর্যদেবের উপাসনা বিশেষ শুভ ফলদায়ক।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
নবমী তিথি আরম্ভ–
বাংলা– ৬ বৈশাখ মঙ্গলবার।
ইংরেজি– ২০ এপ্রিল মঙ্গলবার।
সময়– রাত পৌনে ১টা।
নবমী তিথি শেষ–
বাংলা– ৭ বৈশাখ বুধবার।
ইংরেজি– ২১ এপ্রিল বুধবার।
সময়– রাত ১২টা ৩৬ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে-
নবমী তিথি আরম্ভ–
বাংলা– ৬ বৈশাখ মঙ্গলবার।
ইংরেজি– ২০ এপ্রিল মঙ্গলবার।
সময়– রাত ৭টা ১৬ মিনিট ৪৮ সেকেন্ড।
নবমী তিথি শেষ–
বাংলা– ৭ বৈশাখ বুধবার।
ইংরেজি– ২১ এপ্রিল বুধবার।
সময়– রাত ০৭টা ০৭ মিনিট ৩৪ সেকেন্ড।