ফাইল চিত্র।
জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথি মহাপ্রভু জগন্নাথের জন্মতিথি। এই তিথিতেই পালিত হয় মহাপ্রভুর স্নানযাত্রা।
স্নানযাত্রা মহাপ্রভুর স্নান কেন্দ্রিক উৎসব। স্নানযাত্রা পালন হয় বেশ কিছু রীতি মেনে। স্নানযাত্রার আগের সন্ধ্যায় মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন এবং মদনমোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে স্নানবেদিতে আনা হয়।
স্নানযাত্রার দিন মন্ত্র দ্বারা শুদ্ধ ১০৮ কলস জলে স্নান করানো হয়। স্নানের পর মহাপ্রভুকে গজবেশে সাজানো হয়। স্নানযাত্রার পর শুরু হয় অনসর।
স্নানযাত্রার পরবর্তী প্রায় এক পক্ষ অনসর কাল। স্নানের পর মহাপ্রভু অসুস্থ হয়ে পড়েন। এই সময়ে মহাপ্রভু রাজবৈদের চিকিৎসাধীন থাকেন। এই সময় ভক্তগণ মহাপ্রভুর দর্শন পান না।
স্নানযাত্রায় মহাপ্রভুকে দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। স্কন্দপুরাণ মতে রাজা ইন্দ্রদুম্ন এই অনুষ্ঠানের প্রবর্তক।
আগামী ১৪ জুন, ৩০ জ্যৈষ্ঠ, মঙ্গলবার পূর্ণ স্নানযাত্রা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে —
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ২৯ জ্যৈষ্ঠ, সোমবার।
ইংরেজি– ১৩ জুন, সোমবার।
সময়– রাত ৯টা ৪ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ৩০ জ্যৈষ্ঠ, মঙ্গলবার।
ইংরেজি– ১৪ জুন, মঙ্গলবার।
সময়– সন্ধ্যা ৫টা ২২ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—
পূর্ণিমা তিথি আরম্ভ–
বাংলা– ২৯ জ্যৈষ্ঠ, সোমবার।
ইংরেজি– ১৩ জুন, সোমবার।
সময়– রাত ৭টা ৫৫ মিনিট ২৬ সেকেন্ড।
পূর্ণিমা তিথি শেষ–
বাংলা– ৩০ জ্যৈষ্ঠ, মঙ্গলবার।
ইংরেজি- ১৪ জুন, মঙ্গলবার।
সময়– সন্ধ্যা ৫টা ৩৫ মিনিট ৪২ সেকেন্ড।