প্রতীকী চিত্র।
সূর্যকে কেন্দ্র করে পৃথিবী-সহ অন্যান্য গ্রহ অবিরাম ছুটে চলেছে। চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এই প্রদক্ষিণরত অবস্থায় চন্দ্র এবং সূর্য শূন্য ডিগ্রিতে অবস্থান করলে অমাবস্যা তিথি। অমাবস্যার অবস্থান থেকে প্রত্যেক ১২ ডিগ্রি অন্তর, অর্থাৎ সূর্য থেকে চন্দ্র প্রতি ১২ ডিগ্রি দূরত্ব অতিক্রম করলে তিথির পরিবর্তন হয়। প্রতিপদ দ্বিতীয়া, তৃতীয়া... এই ভাবে পঞ্চম তিথি পঞ্চমী। প্রত্যেক চান্দ্র মাসে দু’বার পঞ্চমী তিথি আসে। শুক্ল পক্ষের পঞ্চমী শুক্লপঞ্চমী এবং কৃষ্ণ পক্ষের পঞ্চমী কৃষ্ণপঞ্চমী তিথি নামে পরিচিত। পঞ্চমী তিথির অধিদেবতা নাগরাজ।
শ্রাবণ মাসের পঞ্চমী তিথি নাগ পঞ্চমী। পৌরাণিক কাহিনি অনুসারে মনসাদেবীর মধ্যস্থতায় এই বিশেষ তিথিতে সর্প নিধন যজ্ঞের পরিসমাপ্তি ঘটার কারণে এই তিথি পবিত্র নাগ পঞ্চমী হিসাবে পালন করা হয়। প্রচলিত বিশ্বাস, নাগ পঞ্চমী তিথিতে নাগরাজ, অষ্টনাগ এবং দেবী মনসার আরাধনায় দেবী মনসা এবং নাগরাজের অশুভ দৃষ্টি থেকে নিস্তার পাওয়া যায়।
আগামী ২৮ শ্রাবণ, ১৩ অগস্ট, শুক্রবার শ্রী শ্রী নাগপঞ্চমী।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
পঞ্চমী তিথি আরম্ভ–
বাংলা– ২৭ শ্রাবণ, বৃহস্পতিবার।
ইংরেজি– ১২ অগস্ট, বৃহস্পতিবার।
সময়– দুপুর ৩টে ২৬ মিনিট।
পঞ্চমী তিথি শেষ –
বাংলা– ২৮ শ্রাবণ, শুক্রবার।
ইংরেজি– ১৩ অগস্ট, শুক্রবার।
সময়– দুপুর ১টা ৪২ মিনিট।
ষট পঞ্চমী ব্রত, শ্রী শ্রী নাগপঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা।
গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে–
পঞ্চমী তিথি আরম্ভ–
বাংলা– ২৬ শ্রাবণ, বৃহস্পতিবার।
ইংরেজি– ১২ অগস্ট, বৃহস্পতিবার।
সময়– দুপুর ৩টে ৫৪ মিনিট ২২ সেকেন্ড।
পঞ্চমী তিথি শেষ–
বাংলা– ২৭ শ্রাবণ, শুক্রবার।
ইংরেজি– ১৩ অগস্ট, শুক্রবার।
সময়– দুপুর ২টো ০৬ মিনিট ৫৪ সেকেন্ড।
ষট পঞ্চমী ব্রতম, নাগ পঞ্চমী, শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা।