প্রতীকী চিত্র।
আমাদের প্রত্যেকের মধ্যেই কোনও না কোনও প্রতিভা থাকে। যা হয়তো আমরা সকলের সামনে সব সময় প্রকাশ করতে পারি না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে প্রতিভা থাকে সত্ত্বেও তা গোপন থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা নিজেও জানি না যে আমাদের মধ্যে কী প্রতিভা গোপন অবস্থায় রয়েছে। জ্যোতিষশাস্ত্র মতে রাশি অনুযায়ী প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে ভিন্ন ধরনের প্রতিভা।
দেখে নিন রাশি অনুযায়ী প্রতিভার ধরন—
মেষ
এই রাশির মানুষের মধ্যে গান নাচ করার প্রতিভা থাকে। এ ছাড়া শারীরিক দক্ষতা সম্পর্কিত কিছু প্রতিভা এঁদের মধ্যে থাকে।
বৃষ
এঁরা হাতের নানা কাজ, আঁকা এবং রান্নায় পারদর্শী হন।
মিথুন
এই রাশির মানুষ ভাল গীতিকার হতে পারেন। এ ছাড়া যে কোনও বিষয়ে বক্তৃতা এবং যোগাযোগের কাজে এঁরা অত্যন্ত পটু হন।
কর্কট
এই রাশির মানুষ সবথেকে পটু হন অপরকে যে কোনও বিষয়ে সুবিধা দিতে। এ ছাড়া স্থাপত্য এবং অভিনয় জগতে নাম করতে পারেন।
সিংহ
এঁরা ফ্যাশন দুনিয়ায় নাম করতে পারেন এবং অন্যদের যে কোনও কাজে উৎসাহিত করতে সক্ষম হন।
কন্যা
এই রাশির মানুষ যে কোনও কাজের পরিকল্পনা করতে পটু হন। লেখালেখি করা এঁদের গোপন প্রতিভা।
তুলা
এঁরা খেলাধুলোর সঙ্গে জড়িত যে কোনো কাজে পটু হন। এ ছাড়া ঘর সাজানোর মতো কাজে এঁদের বিশেষ প্রতিভা থাকে।
বৃশ্চিক
এই রাশির তদন্তমূলক কাজ অত্যন্ত প্রিয়। এ ছাড়া বিজ্ঞানভিত্তিক কোনও কাজে এঁদের দক্ষতা থাকে।
ধনু
যে কোনও ঝুঁকিপূর্ণ কাজ করতে এঁরা পছন্দ করেন। এঁরা দার্শনিক এবং সাংবাদিকতাতেও দক্ষ হতে পারেন।
মকর
এই রাশির মানুষ যে কোনও কাজের দায়িত্ব নিতে পটু হন। সমাজের যে কোনও কাজে এঁরা নাম করতে পারেন।
কুম্ভ
এঁরা ফ্যাশন ডিজাইনিং এবং ফটোগ্রাফিতে খুবই দক্ষ হন।
মীন
এঁরা মানুষকে যে কোনও বিষয়ে অনুপ্রাণিত করতে পারেন। এ ছাড়া আঁকাতেও এঁরা বেশ পটু হন।