১৪২৬ সনের মহাশিবরাত্রির নির্ঘণ্ট ও সময়সূচি

সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রির ব্রত। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৪
Share:

সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রির ব্রত। মহাশিবরাত্রি বা শিবরাত্রি হচ্ছে হিন্দু শৈব সম্প্রদায়ের কাছে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার। মহাশিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক ১৪২৬ সনের মহাশিবরাত্রির নির্ঘণ্ট ও সময়সূচি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

Advertisement

চতুর্দশী আরম্ভ:

বাংলা তারিখ: ৮ ফাল্গুন ১৪২৬, শুক্রবার।

ইংরেজি তারিখ: ২১/০২/২০২০।

সময়: বিকাল ৫টা ২২ মিনিট থেকে।

নিশীথ রাত্রি শ্রীশ্রীশিব পূজা: মধ্যরাত্রি ১১টা ২৬ মিনিটের পরে ১২টা ১৪ মিনিটের মধ্যে।

চতুর্দশী শেষ:

বাংলা তারিখ: ৯ ফাল্গুন ১৪২৬, শনিবার।

ইংরেজি তারিখ: ২২/০২/২০২০।

সময়: রাত্রি ৭টা ৩ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: কর্মে বাধা? গ্রহের সমস্যা অনুযায়ী এই সব নিয়ম পালন করুন

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

চতুর্দশী আরম্ভ:

বাংলা তারিখ: ৮ ফাল্গুন ১৪২৬, শুক্রবার।

ইংরেজি তারিখ: ২১/০২/২০২০।

সময়: বিকাল ৫টা ৪০ মিনিট ৪ সেকেন্ড থেকে।

নিশীথ রাত্রি শ্রীশ্রীশিব পূজা: মধ্যরাত্রি ১১টা ২৬ মিনিট থেকে ১২টা ১৪ মিনিটের মধ্যে।

চতুর্দশী শেষ:

বাংলা তারিখ: ৯ ফাল্গুন ১৪২৬, শনিবার।

ইংরেজি তারিখ: ২২/০২/২০২০।

সময়: রাত্রি ৬টা ৩৭ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত।

শিবরাত্রির পূজায় চার প্রহরে। চার রকম জিনিস দিয়ে স্নান করিয়ে চার রকম অর্ঘ্য প্রদান করে আলাদা আলাদা মন্ত্র উচ্চারণ করে চার বার শিব পূজা করা বিধি।

পূজাবিধি:

প্রথম প্রহরের পূজা:

দুধ দ্বারা স্নানের মন্ত্র:

‘ইদং স্নানীয় দুগ্ধং ওঁ হৌং ঈশানায় নমঃ’

এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য নিবেদনের পরে জল দিয়ে স্নান করাতে হবে।

দ্বিতীয় প্রহরের পূজা:

দই দিয়ে স্নানের মন্ত্র:

‘ইদং স্নানীয় দধিং ওঁ হৌং অঘোরোয় নমঃ’

এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য নিবেদনের পরে জল দিয়ে স্নান করাতে হবে।

তৃতীয় প্রহরের পূজা:

ঘি দিয়ে স্নানের মন্ত্র:

‘ইদং স্নানীয় ঘৃতং ওঁ হৌং বামদেবায় নমঃ’

এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য নিবেদনের পরে জল দিয়ে স্নান করাতে হবে।

চতুর্থ প্রহরের পূজা:

মধু দিয়ে স্নানের মন্ত্র:

‘ইদং স্নানীয় মধুং ওঁ হৌং সদ্যজাতায় নমঃ’

এই মন্ত্রটি বলে শিবকে দুধ দিয়ে স্নান করিয়ে একটি অর্ঘ্য নিবেদনের পরে জল দিয়ে স্নান করাতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement