শ্রী শ্রী দুর্গাপূজার পরবর্তী পূর্ণিমা তিথিতে (প্রদোষ অথবা নিশী ব্যাপিনী) বিষ্ণুপত্নী শ্রী শ্রী লক্ষ্মী দেবীর পূজা বিধি। দেবী লক্ষ্মী শুধুমাত্র যে ধনসম্পত্তির দেবী তা নহে। দেবী লক্ষ্মীর আরাধনায় শান্তি, জ্ঞান, সন্তানসুখ, সুফসল, সুখসমৃদ্ধি প্রাপ্ত হয় এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। ‘অক্ষক্রীড়য়া রাত্রৌ জাগরণে ধন বৃদ্ধি’ প্রচলিত বিশ্বাস ভক্তিভরে সাধ্য মতো আয়োজন সহকারে রাত্রি জেগে পূজা আরাধনা করলে মা লক্ষ্মীর কৃপা এবং আশীর্বাদ লাভ হয়।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে-
পূর্ণিমা তিথি আরম্ভ-
বাংলা তারিখ: ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭
ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০
সময়: সন্ধ্যা ০৫টা ৪৬ মিনিট।
পূর্ণিমা তিথি শেষ-
বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭
ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০
সময়: রাত ৮টা ১৯ মিনিট পর্যন্ত।
পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।
আরও পড়ুন: দুর্গাপুজোর বিজয়া দশমীর দিনের বিশেষ ফলদায়ী টোটকা
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে-
পূর্ণিমা তিথি আরাম্ভ-
বাংলা তারিখ : ১৩ কার্তিক শুক্রবার ১৪২৭।
ইংরেজি তারিখ: ৩০ অক্টোবর, শুক্রবার, ২০২০।
সময়: সন্ধ্যা ০৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ড।
পূর্ণিমা তিথি শেষ-
বাংলা তারিখ: ১৪ কার্তিক, শনিবার ১৪২৭
ইংরেজি তারিখ: ৩১ অক্টোবর, শনিবার ২০২০
সময়: রাত্রি ৭টা ২৭ মিনিট পর্যন্ত।
পূর্ণিমার নিশিপালন ও শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপুজা- ১৩ কার্তিক (৩০ অক্টোবর) শুক্রবার।