দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভের অত্যাচার থেকে অব্যাহতি পেতে দেবতারা দেবভূমি হিমালয়ে পর্বতীর জন্য তপস্যা শুরু করেন। শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবীর নিজ দেহকোষ থেকে এক দেবী আবির্ভূত হয়েছিলেন। যার নাম কৌশিকী। ১২৭৪ বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেতশিমূল বৃক্ষের তলায় সাধক বামাক্ষ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই বিশেষ তিথিতে মায়ের পুজো দিয়ে পূণ্য অর্জনের জন্য কয়েক লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে তারাপীঠে।
এই অমাবস্যার আরেক নাম ‘তারা রাত্রি’৷ তন্ত্র সাধনার জন্য আজকের এই অমাবস্যা খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়৷ তবে শুধু হিন্দু শাস্ত্রে নয়, বৌদ্ধ শাস্ত্রেও এই অমাবস্যার গুরুত্ব রয়েছে৷ এখন জেনে নেওয়া যাক ১৪২৬ সনের কৌশিকী অমাবস্যার নির্ঘণ্ট ও সময়সূচি (বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা) মতে:
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:
অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ১২ ভাদ্র ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ২৯/০৮/২০১৯।
সময়: রাত্রি ০৭টা ৫৬ মিনিট থেকে।
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যা কী
অমাবস্যার নিশিপালন:
বাংলা তারিখ: ১২ ভাদ্র ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ২৯/০৮/২০১৯।
অমাবস্যা শেষ:
বাংলা তারিখ: ১৩ ভাদ্র ১৪২৬, শুক্রবার।
ইং তারিখ: ৩০/০৮/২০১৯।
সময়: বিকেল ৪টে ০৭ মিনিট পর্যন্ত।
অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ১৩ ভাদ্র ১৪২৬, শুক্রবার।
ইং তারিখ: ৩০/০৮/২০১৯।
সময়: বিকেল ০৪টা ০৭ মিনিট পর্যন্ত।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:
অমাবস্যা আরম্ভ:
বাংলা তারিখ: ১১ ভাদ্র ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ২৯/০৮/২০১৯।
সময়: সন্ধ্যা ৬টা ৫১ মিনিট থেকে।
অমাবস্যার নিশিপালন:
বাংলা তারিখ: ১১ ভাদ্র ১৪২৬, বৃহস্পতিবার।
ইং তারিখ: ২৯/০৮/২০১৯।
অমাবস্যা শেষ:
বাংলা তারিখ: ১২ ভাদ্র ১৪২৬, শুক্রবার।
ইং তারিখ: ৩০/০৮/২০১৯।
সময়: বিকেল ৪টা ২৮ মিনিট পর্যন্ত।
অমাবস্যার উপবাস:
বাংলা তারিখ: ১২ ভাদ্র ১৪২৬, শুক্রবার।
ইং তারিখ: ৩০/০৮/২০১৯।
সময়: বিকেল ৪টা ২৮ মিনিট পর্যন্ত।