প্রতীকী চিত্র।
সূর্যদেব আর্দ্রা নক্ষত্রের প্রথম পদে অবস্থান কালে অর্থাৎ রাশিচক্রের মিথুন রাশির ৬ ডিগ্রি ৪০ মিনিট হইতে ১০ ডিগ্রি পর্যন্ত (অর্থাৎ ৩ ডিগ্রি ২০ মিনিট ) সময়কালে ধরিত্রী (পৃথিবী) মাতা ঋতুমতী হন। শাস্ত্র মতে এই সময়কাল অম্বুবাচী।
শাস্ত্রমতে অম্বুবাচীর ৩ দিন সর্বপ্রকার মাঙ্গলিক এবং শুভ কর্ম যেমন বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহ প্রবেশ, গৃহ আরম্ভ ইত্যাদি থেকে বিরত থাকা উচিত। কৃষিকার্য সংক্রান্ত কোনও কাজ এই সময় করা হয় না। চতুর্থ দিন থেকে কোনও বাধা থাকে না। দেবী কামাক্ষ্যা মন্দিরে (৫১ সতী পীঠের অন্যতম এক পীঠ) এই তিথিতে বিশেষ উৎসব পালন করা হয়।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–
অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–
বাংলা– ৭ আষাঢ়, মঙ্গলবার।
ইংরেজি– ২২ জুন, মঙ্গলবার।
সময়– সকাল ৫টা ৩৯ মিনিট।
অম্বুবাচী নিবৃত্তি (শেষ)–
বাংলার– ১০ আষাঢ়, শুক্রবার।
ইংরেজি– ২৫ জুন, শুক্রবার।
সময়– সন্ধ্যা ৫টা ৩৪ মিনিট।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–
অম্বুবাচী প্রবৃত্তি (শুরু)–
বাংলার– ৭ আষাঢ়, মঙ্গলবার।
ইংরেজি– ২২ জুন, মঙ্গলবার।
সময়– রাত ২টো ০৫ মিনিট ৩৯ সেকেন্ড।
অম্বুবাচী নিবৃত্তি (শেষ)–
বাংলা– ১০ আষাঢ়, শুক্রবার।
ইংরেজি– ২৫ জুন, শুক্রবার।
সময়– রাত ২টো ২৮ মিনিট ৫৩ সেকেন্ড।