প্রতীকী চিত্র
কথায় বলে, মায়ের সঙ্গে আর কোনও সম্পর্কেরই তুলনা করা উচিত নয়। প্রত্যেক সন্তানের কাছে মা হচ্ছেন পরমাত্মার আর এক রূপ। উপনিষদে বলা হয়েছে যে, মা যদি তাঁর সন্তানকে আশির্বাদ করেন তা হলে তাতে স্বয়ং পরমাত্মার শক্তি বিদ্যমান থাকে।
সন্তান কাছে থাকুক বা দূরে, মা তাঁর সন্তানের মঙ্গল কামনা যে কোনও জায়গা থেকেই করুন না কেন, তার ফল হয় সমান। এমন কিছু ক্রিয়া রয়েছে, যেগুলি মা যদি তাঁর সন্তানের জন্য করেন, তা হলে সন্তানের মঙ্গল তো হবেই, সেই সঙ্গে সন্তান থাকবে বিপন্মুক্ত এবং মায়ের অনুগত।
জেনে নিন, সেই ক্রিয়াগুলি কী কী—
• একটা যে কোনও ধাতুর ঘট নিয়ে তাকে জলপূর্ণ করুন। তার পর সেই জলপূর্ণ ঘর নিজের ইষ্টদেবতার সামনে রেখে ১০৮ বার ইষ্টমন্ত্র থাকলে তা জপ করুন। সেই মন্ত্র না থাকলে ইষ্টদেবতার নাম জপ করুন এবং নিজের সন্তানের মঙ্গল কামনা করুন। তার পর সেই জল সন্তানকে খাইয়ে দিন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে, ঘটের সম্পূর্ণ জলই খেতে হবে।
• এমন একটা খাবার নিন, যা সাত দিন হয়ে গেলেও যেন নষ্ট না হয়। যে কোনও খাবার নিতে পারেন। সেই খাবার ইষ্টদেবতার সামনে রেখে দিন। তার পর সন্তানের মঙ্গল কামনা করার সঙ্গে সঙ্গে ১১৮৮ বার গুরুমন্ত্র জপ করুন। গুরুমন্ত্র না থাকলে ইষ্টদেবতার নাম জপ করুন। এই ক্রিয়াটি পর পর সাত দিন করতে হবে। সাত দিন পর সেই প্রসাদী খাবার সন্তানকে খাইয়ে দিন।