প্রতীকী চিত্র
মা লক্ষ্মীকে আমরা সকলে প্রতি দিন স্মরণ করি এবং তাঁর পুজো করি কোনও ত্রুটি না রেখে। তবে শুধুমাত্র পুজো করলেই তো হবে না, তাঁর সঙ্গে খেয়াল রাখতে হবে কোন কাজ করার মাধ্যমে আমরা বেশি করে লক্ষ্মীদেবীকে সন্তুষ্ট করতে পারব বা তাঁর কৃপা লাভ করতে পারব।
জীবনে সফল এবং ধনবান হতে কে না চান। সকলেই চান জীবনে যথেষ্ট পরিমাণ অর্থ উপায় আর সঞ্চয় করতে। অনেক সময় অর্থ উপায় হয় ঠিকই কিন্তু সঞ্চয় সেই পরিমাণে হয় না। এই অবস্থায় অর্থাৎ ধনসম্পত্তি উপার্জন এবং বৃদ্ধি করার জন্য প্রয়োজন একটা নিয়মের পালন করা যা করলে আমরা অবশ্যই লাভবান হতে পারব।
নিয়ম
একটা গ্লাস বা ঘটি পূর্ণ করে চাল নিতে হবে। তার পর তাঁর মধ্যে কয়েকটা জিনিস রাখতে হবে। এই কাজটি যতটা সম্ভব সকলের চোখের আড়ালে করতে হবে। তবে কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কারও চোখে পড়লে কোনও অসুবিধে নেই।
জিনিসগুলি হল কয়েকটা গাঁট হলুদ, এক টাকার একটা কয়েন এবং সামান্য কিছুটা কলাই ডাল। আর লাগবে কিছুটা নতুন লাল কাপড় ও লাল সুতো।
এই নিয়মটা কী ভাবে করতে হবে—
প্রথমে গ্লাস বা ঘটিতে পূর্ণ করে চাল নিতে হবে এবং তাঁর মধ্যে হলুদের গাঁট, এক টাকার কয়েন এবং কলাইয়ের ডাল দিয়ে লাল কাপড়টি গ্লাস বা ঘটির মুখে দিয়ে লাল সুতো দিয়ে বেঁধে দিতে হবে। তার পর সেটি ঘরের দক্ষিণ-পূর্ব কোণে রেখে দিতে হবে। এর ফলে লক্ষ্মীদেবীর কৃপায় ধনবান হওয়া যাবে।