বাড়িতে কোন গাছের সঙ্গে কোন গাছ লাগানো উচিত নয় জানেন?

বাড়িতে ফুলের বাগান বা যে কোনও গাছ লাগানোর ইচ্ছা প্রায় সকলের মধ্যেই দেখা যায়। কিন্তু এমন কিছু গাছ আছে, যা বাড়িতে থাকলে তাঁর সঙ্গে বিশেষ কিছু গাছ লাগানো যায় না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৯ ০০:০০
Share:

বাড়িতে ফুলের বাগান বা যে কোনও গাছ লাগানোর ইচ্ছা প্রায় সকলের মধ্যেই দেখা যায়। কিন্তু এমন কিছু গাছ আছে, যা বাড়িতে থাকলে তাঁর সঙ্গে বিশেষ কিছু গাছ লাগানো যায় না। এ বিষয়টি অনেকেরই অজানা। এরকমটা হলে বাড়িতে নানাবিধ ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। তাই সঠিক ভাবে জেনে তারপর বাড়িতে বাগান তৈরি করুন বা গাছ লাগান।

Advertisement

দেখে নেওয়া যাক কোন গাছ থাকলে কোন গাছ লাগাতে নেই:

১) বাড়িতে নানা রকম জবা ফুল গাছ লাগানো হয়। কিন্তু যদি বাড়িতে কালীপুজো না করা হয়, তা হলে জবা গাছ রাখতে নেই। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

Advertisement

আরও পড়ুন: ঘরে লাফিং বুদ্ধের মূর্তি ঠিক জায়গায় রেখেছেন তো?

২) ক্যাকটাস গাছ দেখতে খুব সুন্দর হয়। তাঁর ফলে অনেকেই বাড়িতে এই গাছ লাগান, তবে এটা জেনে রাখা প্রয়োজন যে, বাড়িতে যদি তুলসী গাছ থাকে, তা হলে ক্যাকটাস গাছ লাগানো যাবে না। এর ফলে বাড়িতে দুঃখ কষ্ট লেগে থাকে।

৩) বাড়িতে যদি তাল গাছ থাকে, তা হলে একই সঙ্গে শাল গাছ লাগানো যাবে না। এর ফলে বাড়ির পরিবেশে সব সময় খারাপ থাকবে।

৪) বাড়িতে তেঁতুল ও তুলো গাছ লাগানো বাস্তুশাস্ত্র মতে একদমই ঠিক নয়। এই গাছ থাকলে বাড়িতে উন্নতি বাধা প্রাপ্ত হয়। অসাফল্য ধীরে ধীরে গ্রাস করতে থাকে।

৫) বাড়িতে অনেকেই মানি প্ল্যান্ট রাখেন। তবে এই মানি প্ল্যান্ট যদি বাড়ির সঠিক কোণে না রাখা হয়, তা হলে অর্থ আগমনের বদলে তা অপচয় বেশি হয়। তাই বাড়ির দক্ষিণ-পূর্ব কোণ অর্থাৎ অগ্নি কোণে মানি প্ল্যান্ট রাখা উচিত। বাড়ির উত্তর-পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা যাবে না, এর ফলে বাড়ির সদস্যদের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে।

৬) বাড়িতে বিশালাকৃতির কোনও গাছ রাখতে নেই এবং বাবলা গাছ বাড়িতে থাকলে খুব অশুভ বার্তা বয়ে আনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement