জ্যোতিষ সম্বন্ধে এমন কিছু তথ্য যা আপনাকে চমকে দেবে (প্রথম অংশ)

কন্যা রাশি সাধারণত হয় একটু জটিল ও বদ স্বভাবের। এঁরা অপরের সমালোচনায় পটু হয়। এই কারণে অনেক সংস্থা নিয়োগের ক্ষেত্রে খুব গোপনে কন্যা রাশির (অগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) জাতকের নাম বাদ দিয়ে থাকে।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

(১) জ্যোতিষ নিয়ে বিশ্বে ২০ লক্ষেরও বেশি ওয়েবসাইট রয়েছে।
(২) পৃথিবীর প্রাচীনতম হরোস্কোপের বয়স এপ্রিল ২৯, ৪১০ খ্রিস্ট পূর্বাব্দ।
(৩) আমেরিকার দুশো বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক প্রেসিডেন্ট হয়েছেন বৃশ্চিক রাশি (অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২২) এবং মীন রাশি (ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ১৮) এই দু’টি রাশি থেকে।
(৪) অন্য রাশিগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সিংহ রাশি (জুলাই ২৩-অগস্ট ২২)-র জাতক শরীর চর্চা করে।
(৫) এফবিআই-এর একটি তথ্য বলছে, ১২টি রাশির মধ্যে সব থেকে বেশি অপরাধপ্রবণ রাশি হচ্ছে কর্কট রাশি (জুন ২১-জুলাই ২২)।

Advertisement

আরও পড়ুন: নিজেই নিজের শুভ সংখ্যা জানুন

(৬) কন্যা রাশি সাধারণত হয় একটু জটিল ও বদ স্বভাবের। এঁরা অপরের সমালোচনায় পটু হয়। এই কারণে অনেক সংস্থা নিয়োগের ক্ষেত্রে খুব গোপনে কন্যা রাশির (অগস্ট ২৩-সেপ্টেম্বর ২২) জাতকের নাম বাদ দিয়ে থাকে।
(৭) যাঁরা নানা ব্যাপারে বিখ্যাত, তাঁদের মধ্যে ধনু রাশি (নভেম্বর ২২-ডিসেম্বর ২১)–র জাতকের সংখ্যা বেশি।
(৮) অন্য রাশিগুলির তুলনায় সিংহ রাশি একটু বেশি দুর্ঘটনা প্রবণ। বেশ কয়েকটি দেশে ট্রাফিক নিয়ম না মেনে হওয়া দুর্ঘটনা সংক্রান্ত সমীক্ষা থেকেও সেই ইঙ্গিতই মিলেছে।
(৯) বিলিয়নেয়ারদের মধ্যে বেশিরভাগই হন মেষ রাশি (মার্চ ২১-এপ্রিল ১৯)-র জাতক। ফোর্বসের ধনীদের তালিকা থেকেও এর সমর্থন পাোয়া যায়।
(১০) আন্তর্জাতিক ক্ষেত্রে যাঁরা বিশ্বনেতা বলে বিখ্যাত হয়েছেন, তাঁদের বেশির ভাগই বৃশ্চিক রাশি (অক্টোবর ২৩-নভেম্বর ২১)-র হয়ে থাকেন।
(১১) পৃথিবী বিখ্যাত নামকরা ক্রীড়াবিদদের সিংহ ভাগের জন্ম কুম্ভ রাশি (জানুয়ারি ২০-ফেব্রুয়ারি ১৮)তে। এর পর যে রাশি স্থান দখল করে রেখেছে তা কর্কট রাশি (জুন ২১-জুলাই ২২)।
(১২) ধনু রাশি (নভেম্বর ২২-ডিসেম্বর ২১)-র জাতকের পা লম্বা হয়ে থাকে যা আর কোনও রাশির ক্ষেত্রে সে ভাবে হয় না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement