Astrological Tips

সকালে ‘এক শালিক’ দেখেছেন? জেনে রাখুন কেন অশুভ বলা হয়, সবই আছে জ্যোতিষশাস্ত্রে

পশু-পাখিদের নিয়ে অনেক রকম কুসংস্কার রয়েছে। তবে জানা নেই এটা সংস্কার না কুসংস্কার, এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে।

Advertisement

শ্রীমতী অপালা

কলকাতা শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৯:২৮
Share:

আমরা প্রায় সকলেই জানি যে সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়। ছবি: সংগৃহীত।

আমাদের হিন্দুদের মনে পশু-পাখিদের নিয়ে অনেক রকম কুসংস্কার রয়েছে। তবে জানা নেই এটা সংস্কার না কুসংস্কার, এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। প্রাচীন কাল থেকেই এই কথা গুলি লোকমুখে প্রচারিত, এই ধারণাগুলি কতটা বাস্তবায়িত বা ভাগ্যের সঙ্গে এর যোগ সুত্র আছে কি না, সে সম্পর্কে দেখে নেওয়া যাক।

Advertisement

১) আমরা প্রায় সকলেই জানি যে সকালে এক শালিক দেখা অশুভ, আবার জোড়া শালিক দেখলে ভাগ্য ফিরে যায়। এই কথাটা সত্যি যে এক শালিক দেখা অশুভ, জোড়া শালিক দেখা শুভ।

২) গরু পোষা অত্যন্ত শুভ লক্ষণ বলে ধরা হয়। কোনও শুভ কাজে বেরোনোর আগে যদি গরুকে কিছু খাবার খাওয়ানো হয়, তা হলে কাজটা সম্পূর্ণ হতে দেখা যায়।

Advertisement

৩) বাড়িতে খুব কর্কশ শব্দে কাক ডাকা মানেই অশুভ বার্তা বয়ে আনে। কাক যদি কোনও ভাবে গায়ে মলত্যাগ করে, তা হলে খুবই অশুভ।

৪) যদি কোনও পাখি মাথার উপর দিয়ে উড়ে যায়, তা হলে সেটা অশুভ। কিন্তু পাখি যদি মানুষের গায়ে মলত্যাগ করে, সেটা খুব শুভ বলে মানা হয়।

৫) ডান হাত বা ডান চোখ কাঁপলে নাকি খারাপ, কিন্তু বাঁ হাত, বাঁ চোখের ক্ষেত্রে সেটা উল্টো ফল দেয়।

৬) বাড়িতে প্রজাতির প্রবেশ নাকি শুভ বার্তা নিয়ে আসে। তবে জোর করে প্রজাপতি ধরে রাখলে ফল খারাপ হবে।

৭) ভুল করে জামা কাপড় উল্টো পড়া খুব ভাল লক্ষণ। কিন্তু যদি ভুল করে পড়া হয় তবেই, যদি ইচ্ছাকৃত ভাবে করা হয় তা হলে ফল উল্টো হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement