Shiva

Lord Shiva: এই সব লক্ষণ থাকলে আপনি শিবের খুব প্রিয়

আমরা সকলেই জানি যে দেবাদিদেব মহাদেব যদি আমাদের ওপর কৃপা করেন তা হলে আমাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না। ভগবান শিব অল্পে সন্তুষ্ট হন। এতে কোনও সন্দেহ নেই।

Advertisement

 শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২১ ০৭:৩০
Share:

প্রতীকী চিত্র।

আমরা সকলেই জানি যে দেবাদিদেব মহাদেব যদি আমাদের ওপর কৃপা করেন তা হলে আমাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরতে খুব বেশি সময় লাগে না। ভগবান শিব অল্পে সন্তুষ্ট হন। এতে কোনও সন্দেহ নেই। ভগবান কখনওই তাঁর ভক্তের কাছে প্রচুর কিছু আশা করেন না। তিনি ভক্তের ভক্তিতে এবং অতি অল্পে সন্তুষ্ট হন। কথায় আছে যে ভগবান শিব ভক্তের কাছ থেকে এক বিন্দু জল পেয়েই তাঁর ওপর প্রসন্ন হয়ে যান।

Advertisement

আবার এ কথাও শোনা যায় যে ভগবান শিব সেই ভক্তের ওপর অত্যন্ত সন্তুষ্ট হন যার মধ্যে থাকে কিছু লক্ষণ। দেখে নেব লক্ষণগুলি কী কী—

• অর্থ ধন সম্পদ সব কিছু থাকা স্বত্বেও যার মধ্যে একেবারেই অহঙ্কার থাকে না।

Advertisement

• যিনি সর্বদা অপরের সঙ্গে নম্র ব্যবহার করেন।

• যিনি পশু পাখি খুব পছন্দ করেন।

• যাঁর রাগ অত্যন্ত কম এবং কাউকে খারাপ কথা বলেন না।

• খুব সাধারণ জীবনযাপন করতে পছন্দ করেন। কাউকে নিচু করার প্রবণতা তাঁদের মধ্যে থাকে না।

• নিজের কথা না ভেবে অন্যকে সাহায্য করেন।

• নিজে নির্ধন হয়েও অন্যকে দান করেন।

• খুব অল্পে সন্তুষ্ট থাকেন এবং দুর্লভ কোনও কিছুর আশা করেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement