প্রতীকী চিত্র।
দৈনন্দিন জীবনে প্রত্যেক মুহূর্তে আমরা কোনও না কোনও কাজ করি বা নতুন কাজ শুরু করি। যে কোনও কাজ শুরুর সময় প্রত্যেকেরই আকাঙ্ক্ষা থাকে তা যেন সফল হয়। কিছু ক্ষেত্রে সফল হলেও কিছু ক্ষেত্রে ব্যর্থ হই আমরা। ব্যর্থ হওয়ার বেশ কিছু কারণ থাকে। সঠিক দিনক্ষণ (বার, তিথি, মুহূর্ত ইত্যাদি ) নির্ধারণ না করা তার মধ্যে একটি কারণ। মুহূর্তের হিসাবে জটিল অনেক কিছু হিসাব করতে হলেও বারের হিসাবে আমরা কিছু কাজ শুরু করতে পারি যাতে সাফল্যের সম্ভাবনা বাড়ে।
রবিবার (অধিপতি গ্রহ রবি): নৃত্য, অভিনয় ইত্যাদি শিক্ষা শুরুর ক্ষেত্রে শুভ। গয়না কেনার জন্যও শুভ। সাহসিকতার কাজ, পোশাক, বিশেষত চামড়া নির্মিত পোশাক কেনার ক্ষেত্রে শুভ।
সোমবার (অধিপতি গ্রহ চন্দ্র): সমুদ্রে ভ্রমণ, নতুন ব্যবসা শুরু, কুয়ো খনন শুরু করা। সঙ্গীত, নৃত্য ইত্যাদি কলা শিক্ষা শুরু করার ক্ষেত্রেও শুভ।
মঙ্গলবার (অধিপতি গ্রহ মঙ্গল): বৈদ্যুতিক বা আগুন সংক্রান্ত কোনও কাজ শুরুর ক্ষেত্রে শুভ। অস্ত্রোপচারের ক্ষেত্রে শুভ। রাসায়নিক দ্রব্য সংক্রান্ত কোনও কাজ বা আগ্নেয়াস্ত্র সংক্রান্ত কার্য করার ক্ষেত্রে শুভ।
বুধবার (অধিপতি গ্রহ বুধ): পড়াশোনা শুরুর আদর্শ বার। ইলেকট্রনিক্স দ্রব্য কেনা বা ইলেকট্রনিক্স দ্রব্য সংক্রান্ত কোনও কাজ, চুক্তি সম্পাদন, নতুন ব্যবসা শুরু, ঋণ গ্রহণ করার ক্ষেত্রে শুভ। যোগাযোগ সংক্রান্ত কোনও ব্যবসা শুরুর ক্ষেত্রে শুভ।
বৃহস্পতিবার (অধিপতি গ্রহ বৃহস্পতি): ধর্মীয়, সামাজিক কাজ শুরুর ক্ষেত্রে আদর্শ বার। ধর্মীয় স্থান ভ্রমণ, যে কোন শুভ কাজ যেমন গৃহ প্রবেশ, গৃহারম্ভ, বিদ্যারম্ভ ইতাদির ক্ষেত্রে আদর্শ বার। যে কোনও ভ্রমণ শুরু ক্ষেত্রে শুভ।
শুক্রবার (অধিপতি গ্রহ শুক্র): সূক্ষ্ম শিল্পকর্ম। সঙ্গীত, যন্ত্র সঙ্গীত (বিশেষত তাল যন্ত্র) প্রসাধন, গয়না, যানবাহন কেনা ইত্যাদি। ভ্রমণ শুরুর শুভ বার।
শনিবার (অধিপতি গ্রহ শনি): শিল্পস্থান (বিশেষত ভারী যন্ত্র নিয়ে যেখানে কাজ)। শ্রমিক নিয়োগ।