প্রতীকী চিত্র।
হস্তরেখা বিচারের ক্ষেত্রে হাতের তালুতে বিভিন্ন রেখা বা চিহ্ন যেমন ক্রস বা কাটা, ত্রিভুজ, তিল বা কোনও দাগের যেমন গুরুত্ব আছে ঠিক তেমনই নখের বিভিন্ন আকার বা নখের উপর বিভিন্ন দাগ, ছোপ ইত্যাদির গুরুত্ব অপরিসীম।
খুব ভাল করে নখ লক্ষ্য করলে বিভিন্ন চিহ্ন দেখা যায়। প্রত্যেকটি চিহ্নই কিছু না কিছু নির্দেশ করে। কারও নখের গোড়া ভাল করে লক্ষ্য করলে দেখা যায় অর্ধচন্দ্রাকার চিহ্ন। এই চিহ্ন সাধারণত নখের উৎপত্তিস্থলে দেখা যায়। নখের রঙের তুলনায় সাদা রঙের এই চিহ্নের বৈশিষ্ট্য কী? এই চিহ্ন কী নির্দেশ করে?
তর্জনী বা বৃহস্পতির আঙুলের নখে এই চিহ্ন থাকলে পদোন্নতি, বা যে কোনও রকম উন্নতি নির্দেশ করে। কোনও সুখবর প্রাপ্তি নির্দেশ করে। বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্ন শুভ ফল নির্দেশ করে।
মধ্যমা বা শনির আঙুলের নখে এই চিহ্ন থাকলে যন্ত্র বা যন্ত্রাংশ থেকে লাভ হওয়া বোঝায়। অথবা যন্ত্র থেকে অর্থপ্রাপ্তি নির্দেশ করে।
অনামিকা বা রবির আঙুলের নখে অর্ধচন্দ্র চিহ্ন থাকলে সামাজিক মর্যাদা বৃদ্ধি নির্দেশ করে। বোঝা যায় সম্মান প্রাপ্তি যোগ আসন্ন।
কনিষ্ঠা বা বুধের আঙুলের নখে অর্ধচন্দ্র চিহ্ন থাকলে ব্যবসায় উন্নতি বা ব্যবসা থেকে লাভ নির্দেশ করে।
এই চিহ্ন কোনও কোনও ক্ষেত্রে জন্মগত হতে পারে বা কিছু দিনের জন্যও দেখা যেতে পারে।