Birth C hart

অগস্টে সিংহ রাশির রক্তচাপ, মাথাধরা, চুল ওঠা, ক্রোধ বৃদ্ধির মতো সমস্যা হতে পারে

মেষ রাশির প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র শুভ হলেও শারীরিক ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। মাসের দ্বিতীয় অর্ধে মূত্র সংক্রান্ত সমস্যা পীড়াদায়ক হতে পারে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২১ ০৮:১৩
Share:

প্রতীকী চিত্র।

মেষ রাশির প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র শুভ হলেও শারীরিক ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। মাসের দ্বিতীয় অর্ধে মূত্র সংক্রান্ত সমস্যা পীড়াদায়ক হতে পারে।

Advertisement

বৃষ রাশির প্রতিযোগিতার ক্ষেত্রে এবং রোগের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। অর্থাৎ রোগ সংক্রান্ত বিষয় খুব সমস্যাদায়ক হবে না।

প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র মিথুন রাশির ক্ষেত্রে শুভ ফল দান করলেও সামান্য শারীরিক সমস্যা বিব্রত হতে পারে। মানসিক অশান্তিতে ভোগার সম্ভাবনা প্রবল। পেটের সমস্যা সাময়িক বিব্রত করতে পারে।

Advertisement

কর্কট রাশির প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তি হলেও শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা।

সিংহ রাশির প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ। শারীরিক ক্ষেত্রে সামান্য সমস্যা হতে পারে। মানসিক উত্তেজনা বাড়বে। রক্তচাপ সংক্রান্ত সমস্যাও থাকতে পারে। মাসের দ্বিতীয় অর্ধে মাথা ধরা, চুল ওঠার মতো সমস্যা বিব্রত করতে পারে। ক্রোধ বৃদ্ধির সম্ভাবনা প্রবল।

কন্যা রাশির প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। শারীরিক ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও মানসিক অশান্তি, বিশেষত শত্রু সংক্রান্ত দুশ্চিন্তা মানসিক সমস্যা দিতে পারে।

প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে তুলা রাশির শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। শারীরিক ক্ষেত্র মধ্যম।

বৃশ্চিক রাশি প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফল আশা করতে পারে। শুভ শারীরিক ক্ষেত্রও।

ধনু রাশি প্রতিযোগিতার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হলেও গোপন শত্রুতা থেকে সচেতন থাকা জরুরী। গোপন রোগ বিব্রত করতে পারে।

মকর রাশির প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা। মধ্যম শারীরিক ক্ষেত্রও।

কুম্ভ রাশির প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে শুভ বিশেষত মাসের প্রথম অর্ধে। বিশেষ সাফল্য পেতে পারেন রাজনীতিবিদরা। শারীরিক ক্ষেত্র খুব শুভ বলা যায় না।

প্রতিদ্বন্দ্বিতারর ক্ষেত্রে মীন রাশি শুভ ফল পেতে পারে। বিশেষত রাজনীতিবিদ এবং প্রশাসকদের ক্ষেত্রে। শারীরিক ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement