Palmistry

Palmistry: তালুর বিভিন্ন ক্ষেত্রে কাটা চিহ্ন কী ফল নির্দেশ করে

হস্তরেখা বিচারের সময় হাতের তালুতে বিভিন্ন ধরনের রেখা দেখা যায়। ক্রস বা কাটা চিহ্ন তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। দু’টি রেখা পরস্পরকে ছেদ করলে এই চিহ্নের সৃষ্টি হয়।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২১ ০৭:৪৪
Share:

প্রতীকী চিত্র।

হস্তরেখা বিচারের সময় হাতের তালুতে বিভিন্ন ধরনের রেখা দেখা যায়। ক্রস বা কাটা চিহ্ন তাদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ। দু’টি রেখা পরস্পরকে ছেদ করলে এই চিহ্নের সৃষ্টি হয়। হাতের তালুতে বিভিন্ন ভাবে এই রেখা থাকতে পারে। বিভিন্ন স্থানে কাটা চিহ্ন বিভিন্ন অর্থ বহন করে।

Advertisement

স্পষ্ট ক্রস চিহ্নের অবস্থান অশুভ ইঙ্গিত দান করে। এই চিহ্ন সাধারাণত ঝামেলা, অশান্তি, পীড়া, ক্ষতি, দুর্ঘটনা ইত্যাদি নির্দেশ করে।

বৃহস্পতির ক্ষেত্রে কাটা চিহ্ন মাথায় আঘাত নির্দেশ করে। বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্ন সুখী দাম্পত্য জীবন ও নির্দেশ করে।

Advertisement

শনির ক্ষেত্রে কাটা চিহ্ন অসুস্থ শরীর এবং হিংস্রতা নির্দেশ করে। এমনকি খুনও নির্দেশ করতে পারে।

রবির ক্ষেত্রে কাটা চিহ্ন ব্যর্থতার কারণে মানসিক অবসাদ নির্দেশ করে।

বুধের ক্ষেত্রে কাটা চিহ্ন অসৎ, মিথ্যাবাদী এই রূপ চারিত্রিক বৈশিষ্ট নির্দেশ করে।

মঙ্গলের নিম্নক্ষেত্রে কাটা চিহ্ন নৃশংস মৃত্যু নির্দেশ করে।

মঙ্গলের উচ্চক্ষেত্রে কাটা চিহ্ন শত্রু থেকে বিপদ, ব্লাডার এবং কিডনির সমস্যা নির্দেশ করে।

চন্দ্রের ক্ষেত্রের উপর কাটা চিহ্ন গেঁটে বাত বা বাত সংক্রান্ত রোগে ভোগা নির্দেশ করে। এমনকি এই রোগে মৃত্যু পর্যন্ত নির্দেশ করে।

শুক্রের ক্ষেত্রে কাটা চিহ্ন প্রেমে ব্যর্থতা বা দাম্পত্য সমস্যা নির্দেশ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement