বাড়ির বাথরুম সঠিক দিকে আছে তো? না হলে কিন্তু সমস্যা হতে বাধ্য

বাড়ির একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ বাথরুম। যে বাড়িতে বাথরুম নেই সেই বাড়ি অসম্পূর্ণ। বাড়ি তৈরির সময় বাথরুম অবশ্যই সঠিক দিকে বাস্তুশাস্ত্র মেনে করতে হবে। বাস্তুশাস্ত্র মেনে বাড়ির বাথরুম যদি না করা হয়, তা হলে বাড়িতে অশুভ শক্তিকে স্বেচ্ছায় আমন্ত্রণ করা হয়।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ জুন ২০১৯ ০০:০০
Share:

বাড়ির একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্গ বাথরুম। যে বাড়িতে বাথরুম নেই সেই বাড়ি অসম্পূর্ণ। বাড়ি তৈরির সময় বাথরুম অবশ্যই সঠিক দিকে বাস্তুশাস্ত্র মেনে করতে হবে। বাস্তুশাস্ত্র মেনে বাড়ির বাথরুম যদি না করা হয়, তা হলে বাড়িতে অশুভ শক্তিকে স্বেচ্ছায় আমন্ত্রণ করা হয়।

Advertisement

পুরনো দিনে মানুষ যখন বাড়ি তৈরি করত, তখন শৌচাগার বাড়ি থেকে কিছুটা দূরে রাখত। যাতে অশুভ কোনও শক্তি বাড়িতে প্রবেশ করতে না পারে। তবে এখন অধিকাংশ বাড়িতে বা ফ্ল্যাটে বাথরুম ব্যবস্থা বাইরে করা সম্ভব নয়। তাই বাস্তুর কিছু টিপস মেনে ঘরের ভিতর বাথরুম করা উচিত।

জেনে নিন বাথরুম সঠিক দিকে করার কিছু বাস্তু টিপস—

Advertisement

• যদি বেডরুমের সঙ্গে বাথরুম হয়, তবে পশ্চিম দিকে বাথরুম বানাতে হবে।

• মেঝে থেকে ১-২ ফুট উঁচুতে বাথরুমের ব্যবস্থা করতে হবে।

• বাথরুমের দক্ষিণ, পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিকে কমোড বসাতে হবে।

• কমোড এমন ভাবে বসাতে হবে, যাতে সেই ব্যক্তি বসার সময় তাঁর মুখ থাকে পূর্ব অথবা পশ্চিম দিকে।

• বাথরুমের জানলা থাকবে পুর্ব, পশ্চিম অথবা উত্তর দেওয়ালে।

আরও পড়ুন: বাস্তু বনাম ফেং শ্যুইয়ের দ্বন্দ্ব (প্রথম অংশ)

• বাথরুমে জলের ব্যবস্থা করতে হবে পূর্ব, উত্তর কিংবা উত্তর-পূর্ব দেওয়ালে।

• বাথরুমের ঢাল থাকবে অর্থাৎ জল বেরোনোর ব্যবস্থা থাকবে পূর্ব বা উত্তর দিকেও।

• বাথরুমের দেওয়ালে যে কোনও হালকা রং করাই শ্রেয়।

• বিশেষ করে মনে রাখতে হবে, বাথরুমের ঠিক ওপরে বা নীচে যেন রান্নাঘর বা ঠাকুরঘর না থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement