Vastu Shastra

Vastu Shastra: বাড়ির দরজা কেমন হলে তা বাস্তু মতে শুভ

বাস্তুশাস্ত্র মতে বাড়ির দরজা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দরজার ত্রুটি গৃহের বা বাস্তুর বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। যার প্রভাবে পরিবারের সদস্যদের জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২২ ০৮:০৩
Share:

প্রতীকী চিত্র।

বাস্তুশাস্ত্র মতে বাড়ির দরজা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দরজার ত্রুটি গৃহের বা বাস্তুর বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। যার প্রভাবে পরিবারের সদস্যদের জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। জানা দরকার, দরজার ক্ষেত্রে কোন লক্ষণ শুভ, কোনটি অশুভ।

Advertisement

গৃহের দরজা সর্বদা ঘড়ির কাঁটার গতির দিকে খোলা উচিত (বাড়িতে বা ঘরে প্রবেশ করার সময়)।

বাড়ির বা ঘরের দরজা বিনা বলপ্রয়োগে খুলে গেলে তা শুভ নয়, বাস্তুশাস্ত্র মতে তা গৃহের পক্ষে অশুভ।

Advertisement

দরজার প্রস্থ সর্বদা দৈর্ঘ্যের অর্ধেক হওয়া উচিত। বাস্তু মতে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্যের দরজা শুভ।

গৃহের সমস্ত দরজা সমান উচ্চতার হওয়া শুভ। লক্ষ রাখা উচিত, প্রধান দ্বার বা দরজার থেকে অন্য কোনও ঘরের দরজার উচ্চতা যেন বেশি না হয়।

অত্যধিক উঁচু দরজা বাস্তু মতে অশুভ। এই রকম দরজা সরকার বা শাসকের সঙ্গে বিবাদের কারণ হতে পারে। অত্যধিক ছোট দরজাও বাস্তু মতে অশুভ।

গৃহের কোনও দরজার সাজসজ্জা যেন গৃহের প্রধান দরজার থেকে বেশি না হয়।

দরজা খোলা বা বন্ধ করার সময় যেন কোনও শব্দ না হয়, লক্ষ রাখা জরুরি। শব্দ হলে তা বাস্তু মতে অশুভ।

গৃহের উত্তর পূর্ব কোণে এবং পূর্ব দিকের মধ্যে স্থানে যেন কোনও দরজা না থাকে, তা বাস্তু মতে অশুভ মানা হয়।

দরজার মধ্যভাগ সরু হলে তা বাস্তু মতে অশুভ। এই রকম দরজা বিভিন্ন সমস্যা সৃষ্টি করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement