লগ্নের প্রথম ঘরে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• একটি নীল কাপড়ে নারকেল বেঁধে নদী বা পুকুরে ফেলে দিতে হবে।
• কালো বা নীল রঙের পোশাক বর্জন করতে হবে।
• গলায় রূপোর চেন ধারণ করতে হবে।
লগ্নের দ্বিতীয় ঘরে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• বাড়ির উত্তর পশ্চিম দিকে সব সময় একটি জলপূর্ণ পাত্র রাখতে হবে।
• সব সময় সোনার কোনও গয়না পরে থাকতে হবে।
• কপালে হলুদ বা কেশরের ফোঁটা দেওয়া শুভ।
আরও পড়ুন: গ্রহের কী রকম অবস্থানে কালসর্প যোগের অশুভত্ব অনেকটা কম ভোগ করতে হয়
লগ্নের তৃতীয়ে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• ভোরবেলা সূর্য উদয়ের সময় পাখিদের খাবার দিতে হবে।
• বাড়িতে বটগাছ বসিয়ে তাতে প্রতি দিন উত্তর মুখে দাঁড়িয়ে জল নিবেদন করতে হবে। এই বটগাছ টবেও লাগানো যেতে পারে।
• যথাসাধ্য সরষে দান করা ভাল।
লগ্নের চতুর্থে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• প্রবাহিত জলে ধান ভাসাতে হবে।
• ঘরে নোংরা বা ঝুল হতে দেওয়া যাবে না।
• আঙুলে রূপোর আংটি পরলে ভাল।
লগ্নের পঞ্চমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• একটি রূপোর তৈরি হাতির মূর্তি ঘরে রাখুন।
• বাড়ির প্রধান দরজার ঠিক নীচে এক টুকরো রুপো পুঁতে দিতে হবে।
আরও পড়ুন:জন্মছকে শনির এই অবস্থানে আপনাকে পূর্বজন্মের ক্ষতিপূরণ দিতে হবে
লগ্নের ষষ্ঠে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• তিলের নাড়ু বানিয়ে জলে ভাসাতে হবে।
• নীল রঙের ফুল দিয়ে পর পর ৬ দিন সরস্বতী দেবীর পুজো করতে হবে।
• যে কোনও কালো রঙের জিনিস ঘরে রাখতে হবে।
লগ্নের সপ্তমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• তামা বা রূপোর আংটি স্ত্রীকে ধারণ করাতে হবে।
• সব সময় এক ঘটি জল ঘরে রাখতে হবে।
• একটি নারকেল প্রতি শনিবার জলে ভাসাতে হবে।
লগ্নের অষ্টমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• প্রতি বুধবার ৮টি করে কাচের টুকরো জলে ভাসাতে হবে।
• ছোট্ট রুপোর টুকরো সর্বদা নিজের কাছে রাখতে হবে।
লগ্নের নবমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• প্রতি শনিবার মন্দিরে ধূপ দ্বীপ জ্বালাতে হবে।
• বাড়িতে কুকুর পুষতে হবে।
• কুমারী কন্যাকে কিছু দান করতে হবে।
আরও পড়ুন:মানুষের জীবনে নক্ষত্রের ভূমিকা
দশমে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• মন্দিরে মিষ্টি দিয়ে পুজো দিতে হবে।
• মুসুর ডাল জলে ভাসানো ভাল।
• মাটির পাত্রে ভাত রান্না করে অন্ধকার জায়গায় রেখে আসতে হবে।
একাদশে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• রুপোর গ্লাসে জল খাওয়ার ব্যবস্থা করতে হবে।
• আঙুলে সোনা বা রুপোর আংটি পরতে হবে।
• মন্দিরে কিছু দান করতে হবে।
দ্বাদশে রাহুর অশুভ প্রভাবের প্রতিকার:
• মেঝেয় বসে আহার করতে হবে।
• নেশা জাতীয় দ্রব্য ত্যাগ করতে হবে।
• কিছুটা মৌরি বা মুগ ডালের একটা ছোট থলি বানিয়ে বালিশের নীচে রেখে ঘুমোতে হবে।