বাড়িতে বাস্তু দোষ থাকলে কি সত্যিই বিবাহে বিলম্ব নিয়ে আসে

বিয়ের দিকটা আমরা বেশির ভাগই বিধাতার হাতে ছেড়ে দিই। বলা হয় যে, সঠিক সময়ে বিধাতার কৃপায় বিয়ে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, বাড়িতে বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, কিন্তু শত চেষ্টার পরও তাদের বিয়ে কিছুতেই হচ্ছে না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৫ মে ২০২০ ০০:০৫
Share:

বিয়ের দিকটা আমরা বেশির ভাগই বিধাতার হাতে ছেড়ে দিই। বলা হয় যে, সঠিক সময়ে বিধাতার কৃপায় বিয়ে হয়। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে, বাড়িতে বিয়ের উপযুক্ত ছেলে মেয়ে রয়েছে, কিন্তু শত চেষ্টার পরও তাদের বিয়ে কিছুতেই হচ্ছে না। বাড়িতে বিবাহযোগ্য ছেলে মেয়েদের যদি সঠিক সময়ে বিয়ে না হয়, তা হলে সেটা অত্যন্ত দুঃখজনক হয়ে থাকে এবং চিন্তারও কারণ হয়ে দাঁড়ায়। প্রত্যেকের জীবনে সঠিক সময়ে বিয়ে হওয়া খুবই জরুরী।

Advertisement

শাস্ত্রে মানা হয়, যে বাড়িতে যদি বাস্তু দোষ থাকে, সেখানে অনেক সময় বিয়ে বিলম্ব হয়। সে ক্ষেত্রে যদি সহজ কিছু উপায় বাড়িতে করা হয়, তবে বিয়ের বাধা সহজেই কেটে যায়।

বিয়ের বাধা কাটানোর টিপস—

Advertisement

• যদি বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণে কোনও ভাবে বাস্তু দোষ থেকে থাকে তবে বাড়ির ছেলে মেয়েদের বিবাহে বাধা আসবে।

আরও পড়ুন: নামে কোন অক্ষর থাকলে মহিলারা ধনী স্বামী পেয়ে থাকেন

• বাড়ির বিবাহযোগ্য ছেলে-মেয়েদের কখনওই দক্ষিণ-পশ্চিম কোণে বেডরুম করতে নেই। এতে বিয়ে হতে অত্যন্ত দেরি হয়।

• সঠিক সময়ে বিয়ের জন্য উত্তর-পশ্চিম দিকে বেডরুম করতে হবে।

• ছেলে বা মেয়ে উভয়েই যদি যথা সময়ে বিয়ে করতে চান তবে কখনওই দক্ষিণ দিকে মাথা করে ঘুমনো উচিত নয়।

• বাড়ির দক্ষিণ বা পশ্চিম কোণে কোনও ভাবেই কোনও রকম জলাশয় রাখা যাবে না। এর ফলে বিয়েতে বাধা আসবেই।

• অবিবাহিত মেয়েদের ঘরের দরজা যদি দক্ষিণ-পশ্চিম দিকে হয় তা হলে বিবাহ যোগ্য পাত্র পাওয়া খুব সমস্যার হয়ে দাঁড়ায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement