রাশি অনুযায়ী মানুষ কী ভাবে রাগের প্রতিক্রিয়া দেয়

সিংহ রাশির মানুষ যখন রেগে যান, তখন অতিরিক্ত কথা বলতে থাকেন। অনেক ক্ষেত্রে তাঁরা কী বলছেন নিজেও জানেন না।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০০:০৫
Share:

মেষ: মেষ রাশির মানুষ রেগে গেলে অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে পড়েন। তাঁদের মনের প্রতিক্রিয়া এমন হয় যেন, ‘পেলে তোকে মেরেই ফেলব!’

Advertisement

বৃষ: বৃষ রাশির মানুষ রেগে গেলে হাতের সামনে যা পাবেন তাই ছুড়ে ফেলতে থাকেন।

মিথুন: মিথুন রাশির মানুষ রেগে গেলে অতিরিক্ত চিৎকার করতে থাকেন।

Advertisement

কর্কট: কর্কট রাশির মানুষ রেগে গেলে নিচু স্বরে কাঁদতে থাকেন।

সিংহ: সিংহ রাশির মানুষ যখন রেগে যান, তখন অতিরিক্ত কথা বলতে থাকেন। অনেক ক্ষেত্রে তাঁরা কী বলছেন নিজেও জানেন না।

কন্যা: কন্যা রাশির মানুষ রেগে গেলে বেশি চেঁচামেচি করা পছন্দ করেন না। বরং উল্টোটাই করে থাকেন। রাগে মুখ গম্ভীর করে থাকে।

আরও পড়ুন: জন্মছক অনুযায়ী আপনার প্রেমের সম্পর্ক কেমন? কী বলছে নাড়ী জ্যোতিষ

তুলা: তুলা রাশির মানুষ সহজে রাগেন না। তবে যখন রেগে যান, তখন ঘরের ভেতর ঢুকে স্বশব্দে দরজা বন্ধ করে দেন অন্যদের দৃষ্টি আকর্ষণ করার জন্য।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির মানুষ চট করে নিজেকে রাগিয়ে তুলতে চান না। কিন্তু যদি কোনও ভাবে রেগে যান, তা হলে তাঁদের সামনে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ে। রেগে গেলে মানুষকে আঘাত পর্যন্ত করতে পারেন এঁরা।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা রেগে গেলে সঙ্গে সঙ্গে সেই জায়গা থেকে চলে যান। এক মুহূর্ত আর সেখানে দাঁড়ান না।

মকর: মকর রাশির মানুষ এমনিতে শান্ত প্রকৃতির হন, কিন্তু রেগে গেলে খুন পর্যন্ত করতে পারেন।

কুম্ভ: কুম্ভ রাশির মানুষের রাগের ধরন একটু আলাদা ও অদ্ভুত প্রকৃতির হয়। এঁরা রেগে গেলে হাতে কিছু নিয়ে এমন চিৎকার করতে থাকেন, যাতে সকলের দৃষ্টি আকর্ষিত হয়। এ ছাড়া কখনও কখনও একভাবে চেঁচাতে থাকেন এঁরা।

মীন: রেগে গেলে মীন রাশির জাতক-জাতিকারা হঠাৎ বিছানায় শুয়ে পড়েন। বিশেষ করে জাতিকারা এমনটা করে থাকেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement