Ram Navami

Ram Navami 2022: আগামী ২৬ চৈত্র শ্রী শ্রী রাম নবমী, জেনে নিন নির্ঘণ্ট

চৈত্র শুক্ল নবমী তিথি হিন্দুদের পবিত্র রাম নবমী।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ০৭:৩৫
Share:

প্রতীকী চিত্র।

ভগবান শ্রী বিষ্ণু যুগে যুগে বিভিন্ন অবতারে ধরাধামে অবতীর্ণ হয়েছেন যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের অভ্যুথান ঘটেছে।

Advertisement

ক্রেতা যুগে অযোধ্যায় সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানি কৌশল্যার পুত্ররূপে পবিত্র চৈত্র শুক্ল নবমীতে ভগবান বিষ্ণুর অবতার রূপে শ্রী রামচন্দ্র অধর্মের বিনাশ এবং ধর্মস্থাপনের উদ্দেশ্যে ধরাধামে অবতীর্ণ হন।

তাই চৈত্র শুক্ল নবমী তিথি হিন্দুদের পবিত্র রাম নবমী। আগামী ১০ এপ্রিল ২৬ চৈত্র রবিবার শ্রী শ্রী রাম নবমী।

Advertisement

রাম নবমীর পূণ্য প্রভাতে সূর্যদেবের আরাধনা , পদ্মফুল এবং তুলসীপাতা দিয়ে ভগবান শ্রী রামের আরাধনায় বিশেষ শুভ ফল লাভ হয়।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ২৫ চৈত্র, শনিবার।

ইংরেজি– ৯ এপ্রিল, শনিবার।

সময়– রাত ১টা ২৫ মিনিট।

নবমী তিথি শেষ–

বাংলা– ২৬ চৈত্র, রবিবার।

ইংরেজি– ১০ এপ্রিল, রবিবার।

সময়– রাত ৩টে ১৬ মিনিট।

সকাল ৯টা ৩৩ মিনিট মধ্যে শ্রী শ্রী রামনবমী ব্রতের পারন।

আরও পড়ুন:

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

নবমী তিথি আরম্ভ–

বাংলা– ২৫ চৈত্র, শনিবার।

ইংরেজি– ৯ এপ্রিল, শনিবার।

সময়– রাত ১০টা ৩৮ মিনিট ৩০ সেকেন্ড।

নবমী তিথি শেষ–

বাংলা– ২৬ চৈত্র, রবিবার।

ইংরেজি– ১০ এপ্রিল, রবিবার।

সময়– রাত ১২টা ১৯ মিনিট ৪৪ সেকেন্ড।

পূর্বাহ্ণ ৯টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ড মধ্যে শ্রী শ্রী দেবীর বসন্ত নবরাত্রিকব্রত সমাপ্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement