একই রাশির মধ্যে বিয়ে করার যেমন অনেকগুলো ভাল দিক রয়েছে, তেমনই কিছু খারাপ দিকও রয়েছে। একই রাশিতে বিয়ে হলে তাঁদের মধ্যে একাত্মবোধ থাকে, একে অন্যের মনের ভাব খুব সহজেই বুঝে নিতে পারেন, যৌনতার বিষয়েও মিল থাকে প্রচুর। এ সব ভাল বিষয়ের মধ্যেও বেশ কিছু নেগেটিভ দিক থাকে যা আমরা প্রথমে খেয়াল করি না। যার ফলে সাংসারিক জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়।
দেখে নেওয়া যাক একই রাশির মানুষের মধ্যে বিয়ে হলে কী কী সমস্যা হয়:
গোচর ফলের প্রভাব:
এটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। যদি দু’জনের একই রাশি হয়, তা হলে যখন রাশি অনুযায়ী তাঁদের খারাপ সময় যাবে, তখন দু’জনেই সেই প্রভাব একসঙ্গে ভোগ করবেন। এক জন যে অন্য জনকে সাহায্য করবেন, একই রাশিতে বিবাহ হলে তার অবকাশ থাকে না।
সাড়েসাতির প্রভাব:
জ্যোতিষশাস্ত্র বেশি প্রাধান্য দিয়ে থাকে এই সাড়েসাতির প্রভাবকে। যখন সাড়েসাতি চলে, তখন রাশির উপর একটা নেগেটিভ প্রভব পড়ে। তাই স্বামী-স্ত্রী দু’জনেরই যদি সাড়েসাতি চলে, তখন সংসারে ভারসাম্য রাখাটা খুব কঠিন হয়ে পড়ে।
আরও পড়ুন : চলছে অত্যন্ত অশুভ অঙ্গারক যোগ, কী ভাবে প্রতিকার পাবেন জেনে নিন
একই চিন্তাধারা:
স্বামী-স্ত্রী দু’জনেরই একই রাশি হলে তাঁদের চিন্তাধারার যেমন মিল থাকে, ঠিক তেমন তাঁর বিপরীত দিকও থাকে। যেমন তাঁদের দোষগুলো তাঁরা কখনওই বুঝতে চেষ্টা করেন না। একে অন্যের প্রতি হিংস্র হয়ে পড়েন এঁরা।
ভীষণ আবেগপ্রবণ হওয়া:
একই রাশি হওয়ার ফলে নিজেদের মধ্যে মান অভিমান বা অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে পড়ায় ঝামেলার সৃষ্টি হয়। সংসারে টুকিটাকি ব্যাপারে কান্নাকাটি, মান অভিমান, একে অন্যের কথা সহ্য করতে না পারা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়।
স্বাধীনচেতা হওয়া:
দু’জনেই যদি স্বাধীনচেতা মনোভাবের হন, তা হলে সে ক্ষেত্রেও জীবনে অশান্তির সৃষ্টি হয়। একে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করলেই তাঁদের মধ্যে সমস্যা শুরু হয়।