কেন্দ্রীয় রাজস্বসচিব সঞ্জয় মলহোত্র। —ফাইল চিত্র।
কর ফাঁকির টাকা উদ্ধার, নাকি সামগ্রিক শিল্প ও অর্থনীতির স্বার্থ, কোন দিকে বেশি গুরুত্ব দিতে হবে? পরোক্ষ কর পর্ষদের তদন্তকারী শাখা ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সের (ডিআরআই) প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে বিষয়টি স্পষ্ট করলেন কেন্দ্রীয় রাজস্বসচিব সঞ্জয় মলহোত্র।
আজ রাজস্বসচিব ডিআরআই অফিসারদের সামনে স্পষ্ট করে দিয়েছেন, চোরাচালান চক্রের মাথাদের ধরতে হবে। তবে যেখানে বড় অঙ্কের বাণিজ্যিক কর প্রতারণার মামলায় শিল্প ও অর্থনীতির স্বার্থ জড়িত রয়েছে, সেখানে পদক্ষেপ করতে হবে অনেক ভেবেচিন্তে। একটি নির্দিষ্ট অঙ্কের টাকা উদ্ধারের বিরূপ অভিঘাত যাতে অর্থনীতির উপরে না পড়ে, তা নিশ্চিত করতে হবে ডিআরআই-কে। মলহোত্র মনে করিয়ে দেন, ২০২৩-২৪ অর্থবর্ষে পণ্যের শ্রেণিবিভাগে ত্রুটির জন্য ১০,০০০ কোটি টাকা কর ফাঁকির ঘটনা ঘটেছিল। এই ধরনের ভুল আদতে করের হিসাব কষার প্রায়োগিক ত্রুটি কি না, সে সম্পর্কে নিশ্চিত হতে হবে তদন্তকারীদের। তিনি বলেন, ‘‘আমরা শুধু রাজস্ব সংগ্রহ করতে আসিনি। গোটা দেশের অর্থনীতির স্বার্থ আমাদের খেয়াল রাখতে হবে। অল্প কিছু অর্থ সংগ্রহ করতে গিয়ে অর্থনীতিকে বিপাকে ফেলা আমাদের লক্ষ্য নয়।’’ কৌশল উন্নয়নে জোর দেওয়ার জন্য দফতরকে পরামর্শও দিয়েছেন রাজস্বসচিব।