—প্রতীকী ছবি।
মেষ রাশির আয়ক্ষেত্র অধিপতি শনির নিজক্ষেত্রে শুভ অবস্থান এবং মঙ্গলের সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। মেষ রাশির আয়ের ক্ষেত্রে সামান্য সমস্যা থাকলেও শুভ বলা যায়।
রাহু বৃষ রাশির আয়ক্ষেত্রে অবস্থান করায় মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে।
মিথুন রাশির আয়ক্ষেত্রের উপর বৃহস্পতির বক্রী প্রভাবের কারণে শুভ ফল প্রাপ্ত হবে।
কর্কট রাশির আয়ের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থানের কারণে শুভ ফল পাবেন।
মাসের প্রথম ভাগে সিংহ রাশির আয়ের ক্ষেত্র শুভ হলেও, পরবর্তী ভাগে বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে।
কন্যা রাশির আয়ক্ষেত্রের সঙ্গে রাহুর দৃষ্টি সম্পর্ক রয়েছে। আয়ক্ষেত্রে অবস্থান মঙ্গলের। কন্যা রাশির আয়ের ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
তুলা রাশির আয়ক্ষেত্রে ক্ষেত্রপতির অবস্থান শুভ হলেও শনির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। তুলা রাশির আয়ের ক্ষেত্রে পূর্ণ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশির আয়ক্ষেত্রে কেতুর অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। ফলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রবল।
ধনু রাশির আয়ক্ষেত্রে বৃহস্পতির প্রভাবের কারণে শুভ ফল পাবেন।
মকর রাশির আয়ক্ষেত্রে অবস্থান রবি এবং বুধের। বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। মাসের দ্বিতীয় ভাগ প্রথম ভাগের তুলনায় বেশি শুভ।
মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ কুম্ভ রাশির আয়ের ক্ষেত্র বেশি শুভ।
মীন রাশির আয়ক্ষেত্র অধিপতির নিজের ক্ষেত্রে অবস্থান এবং বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক রয়েছে। আয়ের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্ত হবে।