Auspicious Days in Bhadra 2024

ভাদ্র মাসে কি বিয়ে হয়? সাধ খাওয়ার কোনও শুভ দিন এই মাসে রয়েছে কি?

ভাদ্র মাসে বিয়ে করলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা না থাকার কারণে ভাদ্র মাসে সাধারণত বিয়ের দিন রাখা হয় না। তবে জরুরি কারণে সুতহিবুক যোগে বিয়ে দেওয়া যেতে পারে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ০৬:৪৪
Share:

—প্রতীকী ছবি।

সুখি দাম্পত্য জীবনের উদ্দেশ্যেই বিয়ের আগে বিভিন্ন বিষয়ে শাস্ত্রের সাহায্য নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করা হয়। এই সকল নানা বিষয়ের মধ্যে বিয়ের শুভ দিন নির্ধারণ অন্যতম। শাস্ত্রমতে বিয়ের মাস অর্থাৎ কোন মাসে বিয়ে হচ্ছে তা গুরুত্বপূর্ণ। কারণ, এক এক মাসে বিয়েতে এক এক রকম ফল পাওয়া যায়। উল্লিখিত কারণে ভাদ্র মাসে বিয়ে করলে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা না থাকার কারণে ভাদ্র মাসে সাধারণত বিয়ের দিন রাখা হয় না। তবে জরুরি কারণে সুতহিবুক যোগে বিয়ে দেওয়া যেতে পারে।

Advertisement

(উল্লিখিত দিন এবং সময় সুতহিবুক যোগে নির্ণীত, যে দিনে সময়ের উল্লেখ নেই সেই নির্দিষ্ট দিনে পাত্র-পাত্রীর লগ্ন অনুযায়ী বিয়ের সময় নির্ধারণ করা প্রয়োজন।)

ভাদ্র মাসে বিয়ের দিন—

Advertisement

৬ ভাদ্র, ২২ অগস্ট, বৃহস্পতিবার।

বিয়ে– রাত ৭টা ২৬ মিনিটের মধ্যে, পুনরায় ৮টা ৫৯ মিনিট থেকে ১০টা ৫ মিনিটের মধ্যে মকর, কুম্ভ ও মীন লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

১৩ ভাদ্র, ২৯ অগস্ট, বৃহস্পতিবার।

১৮ ভাদ্র, ৩ সেপ্টেম্বর, মঙ্গলবার।

বিয়ে– শেষ রাত ৪টে ৫ মিনিট গতে সিংহ লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

১৯ ভাদ্র, ৪ সেপ্টেম্বর, বুধবার।

বিয়ে– রাত ৯টা ৩৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে, পুনরায় ৪টে ২ মিনিট থেকে সিংহ লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

২২ ভাদ্র, ৭ সেপ্টেম্বর, শনিবার।

বিয়ে– রাত ৯টা ২৩ মিনিট থেকে ১টা ৩৩ মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

২৪ ভাদ্র, ৯ সেপ্টেম্বর, সোমবার।

বিয়ে– রাত ৩টে ৪১ মিনিট থেকে সিংহ লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।

২৯ ভাদ্র, ১৪ সেপ্টেম্বর, শনিবার।

৩০ ভাদ্র, ১৫ সেপ্টেম্বর, রবিবার।

ভাদ্র মাসে গায়েহলুদ ও অব্যুঢ়ান্নের শুভ দিন—

৩ ভাদ্র, ১৯ অগস্ট, সোমবার।

৭ ভাদ্র, ২৩ অগস্ট, শুক্রবার।

১০ ভাদ্র, ২৬ অগস্ট, সোমবার।

১২ ভাদ্র, ২৮ অগস্ট, বুধবার।

১৯ ভাদ্র, ৪ সেপ্টেম্বর, বুধবার।

২০ ভাদ্র, ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

২১ ভাদ্র, ৬ সেপ্টেম্বর, শুক্রবার।

২৩ ভাদ্র, ৮ সেপ্টেম্বর, রবিবার।

৩০ ভাদ্র, ১৫ সেপ্টেম্বর, রবিবার।

ভাদ্র মাসে সাধ খাওয়ার শুভ দিন—

১৯ ভাদ্র, ৪ সেপ্টেম্বর, বুধবার।

২০ ভাদ্র, ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

২১ ভাদ্র, ৬ সেপ্টেম্বর, শুক্রবার।

২৩ ভাদ্র, ৮ সেপ্টেম্বর, রবিবার।

৩০ ভাদ্র, ১৫ সেপ্টেম্বর, রবিবার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement