Durga Puja Sashthi 2022

কিছুতেই টাকা-পয়সার উন্নতি হচ্ছে না? ষষ্ঠীর দিন মানতে পারেন জ্যোতিষীর এই টোটকাগুলি

অর্থ ভাগ্যে উন্নতি হবে কী করে? মহাষষ্ঠীর দিন মেনে দেখতে পারেন সহজ কিছু টোটকা।

Advertisement

শ্রীমতী অপালা

কলকাতা শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২২ ১২:৫২
Share:

মহাষষ্ঠীর দিন দুর্গা দেবীর মন্ত্র পাঠ করতে হবে ১০৮ বার। ছবি: সংগৃহীত

০১ অক্টোবর ২০২২, শনিবার দুর্গা পুজোর মহাষষ্ঠী। দেবী দুর্গার কাছে মহিষাসুর বধের অপার শক্তি রয়েছে। আর তিনি ক্ষমতা দিয়ে তাঁর ভক্তদের যত প্রকার দুর্গতি, তা নাশ করে দেন। জ্যোতিষ মতে, ষষ্ঠীর দিন যদি কয়েকটা উপায় করা যায়, তা হলে সারা বছর অর্থ ভাগ্য তথা সব দিক থেকে উপকার পাওয়া যায়।

Advertisement

টোটকা

১) মহাষষ্ঠীর দিন দুর্গা দেবীর মন্ত্র পাঠ করতে হবে ১০৮ বার।

Advertisement

মন্ত্র—

‘ওঁ হ্রীং দূর্গায়ৈ নমঃ’

এই মন্ত্র উচ্চারণ করলে সাংসারিক শান্তি মিলবে এবং অর্থ ভাগ্যে উন্নতি ঘটবে।

২) এই দিন বাড়িতে যে কোনও বৃক্ষ রোপণ করা অত্যন্ত মঙ্গলময় মানা হয়। এ ছাড়া এই দিন বাড়িতে একটা কলা গাছ পুঁতে তাঁর গোঁড়ায় হলুদ সুতো বেঁধে তাতে দশমী পর্যন্ত জল ঢালতে হবে। এই গাছ টবেও লাগাতে পারেন। এর ফলে আর্থিক উন্নতি ধীরে ধীরে লক্ষ্য করা যাবে।

৩) এ দিন একটা গোটা নিখুঁত নারকেল নিয়ে তাঁর উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে, একটা লাল কাপড়ের উপর আতপ চাল, সিদ্ধি, সাদা তিল এবং হলুদ রঙের যে কোনও ফুল রেখে কাপড়টা বেঁধে, বাড়ির ঠাকুরের স্থানে রেখে দিন দশমী পর্যন্ত। তার পর সব জিনিসগুলো নিয়ে টাকা রাখার জায়গায় রেখে দিন।

৪) দুর্গা দেবীর সামনে কর্পুরের মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে সন্ধেবেলা জ্বালুন এবং মনের কামনা জানান।

৫) এ দিন ছোট বাচ্চাদের নিজের সাধ্য মতো এবং তাঁদের পছন্দ মতো কিছু উপহার দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement